পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় । b"○ বংসর একটা মেলা হয়। তথায় চীন দেশের লোক আসিয়া স্বদেশজ দ্রব্যের বিনিময়ে তেজপত্র লইয়া যায়। উহার দেখিতে খৰ্ব্ব, বৰ্ত্ত লাকার, চেপ্টামুখো ও আকার প্রকারে বন্যজন্তুসদৃশ। স্ত্রী পুত্রাদি সহ মেলায় আসে। পাটীতে জড়াইয়া রেসমী কাপড় ও রেসম আনে । পাটী গুলি অতি সুন্দর ও দেখিতে নবীন দ্রাক্ষালতার পত্রসদৃশ । টলেমী গঙ্গার যে পাঁচটী শাখার উল্লেখ করিয়াছেন, তাহা বোধ হয়, যমুনা, ইচ্ছামতী, মধুমতী, মেঘনাদ ( মেঘনা—টলেমীর ভাষায় ম্যাগনম্) ও অন্ত একটা । টলেমীর গঙ্গা রেজিয়া ( বোধ হয় সপ্তগ্রাম ) তিলগ্রাম, সাতবদী, রামকট (বোধ হয় রক্তমৃত্তিকা বা রাঙ্গামাটা) ত্রিগলিপ্তন (বোধ হয় ত্রিপুর),অজমখ প্রভৃতি স্থান নিঃসংশয়ে নিরূপিত হওয়া কঠিন । শূরবংশীয়দিগের রাজারম্ভের কিঞ্চিৎ পূৰ্ব্বে পশ্চিম ভারতে আরবীয়দিগের আক্রমণ ঘটে। সুলেমান নামক পর্যাটক সে সময়ে বঙ্গ দেশে আগমন করেন। তিনি গাঙ্গেয় ব-দ্বীপের যে বর্ণনা করিয়াছেন, তাহা পাঠে জানা যায়—তৎকালে ব-দ্বীপ উন্নত অবস্থা প্রাপ্ত হইয়াছিল। তাহাতে অনেক সমৃদ্ধিশালী নগর ছিল। তথাকার অধিবাসিগণ আরাকানবাপীদিগের সহিত বাণিজ্য করিত। খৃষ্টীয় নবম শতাব্দীতে যবদ্বীপের লোক দক্ষিণ বঙ্গ আক্রমণ করিয়া বিস্তর লুটপাট করিয়াছিল। হিন্দু ও বৌদ্ধ সময়ে বাঙ্গালী জাতি সমুদ্রপথে নানাদেশে বাণিজার্থ গমন করিত। ফাহিয়ান নামক জনৈক চৈনিক পৰ্য্যাটক খৃষ্টীয় পঞ্চম শতাব্দীতে প্রথম ভারতবর্ষে আইসেন। তিনি দেশে ফিরিয়া যাইবার সময় বাঙ্গালীদিগের জাহাজে যাইতেছিলেন। যবীপ ছাড়াইলে বিষম বড় উঠে। ফাহিয়ানের সঙ্গে একটা বুদ্ধমূৰ্ত্তি ছিল। নাবিকের এই শ্রমণ জাহাজে আছে বলিয়া বিপদ ঘটিতেছে মনে করিয়া, তাছাকে ত্রে ফেলিতে চাহিয়াছিল ; কিন্তু কাৰ্য্যতঃ তাহ হয় নাই। "