న8 গৌড়ের ইতিহাস । অধ্যাপকগণ এখানে অধ্যাপকতা করিয়াছিলেন। হোয়েন্থ সাংএর গুরু ষড় ত্তর শতবর্ষদেশীয় শীলভদ্র এই বিদ্যালয়ে অধ্যাপক ছিলেন। এই বিদ্যালয়ে ১৫১৯ জন অধ্যাপকের নিকট দশ সহস্র বিদ্যার্থী অধ্যয়ন করিত। রাজসাহী জেলার মান্দার নিকট এক শৈব-মন্দিরের প্রস্তরফলকে গোপালের নাম পাওয়া গিয়াছে। সেই ফলকের প্রথম শ্লোক এই – ‘সুরসরিত্রুবীচিশিকরৈঃ কুন্দগেরে বিরচিতপরভাগে বালচন্দ্রাবতংস; । দিশতু শিরমজশ্ৰং শস্তুকোটারভার: গোপাল দেবের মহিষীর নাম শ্ৰদেদদেবী –দেদদেবী রাজার প্রণয়-পাত্রী ছিলেন । দোদদেবীর গর্ভে ধৰ্ম্মপালের জন্ম হয়। দ্বিতীয় রাজা—ধৰ্ম্মপাল দেব । [:gه ۰ د وا-ـــ-:* هzا۹ ধৰ্ম্মপাল অতি পরাক্রম শালী রাজা ছিলেন। তাহার গজসেনার পরাক্রম সমুদ্রতীর পর্য্যন্ত বিস্তৃত হইয়াছিল। তাম্রশাসনে ধৰ্ম্মপালের যে প্রশংসা বর্ণিত হইয়াছে, তাহার সারমর্ম এই—ধৰ্ম্মপাল যখন দিগ্বিজয়ে যাত্রা করিতেন, তখন সৈন্ত্যগণের পদভরে মেদিনী কম্পিত হইত ; শেষদেব অতিকষ্টে পৃথিবী ধারণ করতেন ; বিধাতা পৃথু, রাম ও নলকে একত্র দেখিবার জন্ত ধৰ্ম্মপালকে নিৰ্ম্মাণ করিয়াছিলেন । ধৰ্ম্ম পাল সসৈন্ত যাত্রা করিলে মহেঞ্জের মনে হইত—মান্ধাতাই যাইতেছেন। গোপের গোষ্ঠে, বনচরেরা বনে, শুকের পঞ্জরোদরে ধৰ্ম্মপালেঞ্জ মহিমা কীৰ্ত্তন করিত ; তাহ শুনিয়া ব্রীড়ায় ধৰ্ম্মপালের মুখ অবনত হইত।
পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।