পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yeb* গৌড়ের ইতিহাস । ত্রয়ন্ত্রিংশ বর্ষের একবিংশ মার্গশীর্ষ দিনে শ্ৰীনগর ভূক্তির অর্থাৎ বর্তমান পাটনার নিকটবৰ্ত্তী কৃমিলের অন্তর্গত মিষিক নগর বৌদ্ধ ভিক্ষু রাত মিশ্রকে দান করেন। অশোক হইতে কণিক্ষের সময় পৰ্য্যন্ত যত দান পত্র পাওয়া গিয়াছে, তাহার প্রায় তিন চতুর্থাংশ বৌদ্ধদিগকে ও অবশিষ্ট জৈনদিগকে প্রদত্ত । হইয়াছে । ইহার পর যে সকল দান-পত্র পাওয়া গিয়াছে, তাহার তিনচতুর্থাংশ ব্রাহ্মণদিগকে ও অবশিষ্ট বৌদ্ধ ও জৈনদিগকে প্রদত্ত হইয়াছে। খৃষ্টীয় পঞ্চম শতাব্দী পৰ্য্যন্ত যত দান-পত্র প্রাপ্ত হওয়া গিয়াছে, তাহার সমস্তই ব্রাহ্মণদিগকে প্রদত্ত,-কদাচিৎ দুই-এক খানি বৌদ্ধ ও জৈনদিগকে প্রদত্ত হইয়াছে। ইহাতে নিসংশয়ে প্রমাণিত হইতেছে ষে, খৃষ্টীয় পঞ্চম শতাব্দী হইতে ব্রাহ্মণ্যধৰ্ম্ম বৌদ্ধ ও জৈন ধৰ্ম্মের উপর সম্পূর্ণ প্রাধান্তলাভ করিয়া:ছল। বোধ হয়, মুঙ্গেরে দেবপালের একটী রাজধানী ছিল। কুলাচাৰ্য্য হরিমিশ্র দেবপালের অত্যন্ত প্রশংসা করিয়াছেন । দেবপাল বৌদ্ধ হইলেও, ব্রাহ্মণদিগকে যথেষ্ট সম্মান করিতেন । দেবপাল-সম্বন্ধে হরিমিশ্র বলিতেছেন :– ** “হ্মাপালঃ প্রতিভূভূবঃ পতিরভুৎ গৌড়ে চ রাষ্ট্রে তত: রাজাভূৎ প্রবলঃ সদৈব শরণঃ শ্ৰীদেবপালস্তত: | প্রজ্ঞাবাক্যবিবেকশীলবিনয়ৈ: শুদ্ধাশয়ঃ শ্ৰীযুতো ধৰ্ম্মে চাস্য মতিঃ সদৈব রমতে স স্বীয়বংশোদ্ভবে ।” বিমলাদেবী নায়ী দেবপালের এক কন্ঠার নাম পাওয়া যায়। মহাস্থানের ৯ মাইল দক্ষিণ-পশ্চিমে একটী উচ্চ বঁাধ দৃষ্ট হয়। তাহার উপরে একটী মন্দিরের ভগ্নাবশেষ আছে। স্থানীয় লোকে উহাকে “দেবপাল কা ছত্রি” বলে। এখানে দেবপালের মৃত্যু হয়। র্তাহার