পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ン、e গৌড়ের ইতিহাস । সপ্তম রাজ{—গোপাল দেব ( দ্বিতীয় ) >8● *—so- খৃঃ | রাজ্যপাল দেবের ঔরসে ভাগ্যদেবীর গর্ভে দ্বিতীয় গোপাল দেবের জন্ম হয় । পিতার পর ইনি রাজসিংহাসন প্রাপ্ত হন । মদনপাল ও মহীপালের তাম্রশাসনে আছে :– “তস্মাৎ পূৰ্ব্বক্ষিতীন্দ্রান্নিধিরিবমহসাং রাষ্ট্রকূটান্বয়েন্দোঃ তুঙ্গস্তোত্ত গমৌলে দুহিতরিতনয়োভাগ্যদেব্যাং প্রস্বতঃ। শ্ৰীমান গোপালদেবশ্চিরতরমবনেরেকপত্নাইবৈকে ভৰ্ত্ত ভূম্নৈকরত্নদ্যুতিখচিত চতুঃসিন্ধুচিত্রাঙ্গিকায়াঃ ।” মহীপাল ও মদন পালের তাম্রশাসন হইতে জানা যায়, দ্বিতীয় গোপাল দেব বহুদিন রাজত্ব করেন। “চিরতরমবনেরেকপত্ন্যাইবৈকো ভৰ্ত্তাভূৎ” এই বাক্যই তাহার প্রমাণ । অষ্টম রাজা—বিগ্রহপাল । ( দ্বিতীয় ) s o -sto : 1 দ্বিতীয় গোপাল দেবের পর, দ্বিতীয় বিগ্রহপাল দেব সিংহাসনে জারোহণ করেন । মদনপাল ও মহীপালের তাম্রশাসন হইতে জানা যায়, ইনি অত্যন্ত দাতা ও পিতার অত্যন্ত প্রিয় ছিলেন । ইহঁার জন্মে পৃথিবীর তাপ দূর হইয়াছিল। যথা – “তস্মাৎ বভূব সবিতুৰ্বমুকোটিবৰ্ষী কালেন চন্দ্র ইব বিগ্রহপালো দেবঃ । পিতুঃ প্রিয়েণ বিমলেন কলাময়েন . যেনোদিতেন দলিতে ভুবনন্ত তাপঃ ॥” ইহঁার রাজত্বের দ্বাদশবর্ষের একখানি নিদর্শন পাওয়া গিয়াছে।