ষষ্ঠ অধ্যায় । >&> নবম রাজ1—মহীপাল দেব । | :{ه 99 ه لا-اس-:په ۰ واج দ্বিতীয় বিগ্রহপাল দেবের পর, তৎপুত্র মহীপাল দেব রাজসিংহাসনে অভিষিক্ত হন । ইনি পালবংশীয় একজন বিখ্যাত রাজা । ইহঁার প্রদত্ত তাম্রশাসনে আছে—ইনি যুদ্ধে সকল বিপক্ষকে বিনষ্ট করিয়াছিলেন । পিতার অনধিকৃত ও বিলুপ্তরাজ্যগুলি উদ্ধার করিয়াছিলেন। যথা— “হত সকল বিপক্ষঃ সঙ্গরে বাহুদপী— দনধিকৃত বিলুপ্তং রাজ্যমাসাদ্য পিত্রাং । নিহিত চরণ-পদ্মোতৃভূতাং মুদ্ধি তন্মা দভবদবনিপালঃ শ্ৰীমহীপাল দেবঃ ” ইহার পিতা, বোধ হয় বিশেষ পরাক্রমশালী ছিলেন না। খজুরাহুর শিলালিপি পাঠে জানা যায় যে, চন্দ্রাত্রেয়-বংশীয় ৬ যশোবন্মদেব গৌড়বাসীদিগকে রণে পরাজিত করেন। খৃষ্টীয় দশম শতাব্দীতে এই ঘটনা ঘটে। তখন গৌড়-সিংহাসনে কে অধিষ্ঠিত ছিলেন, তাহা জানা যায় না । আমাদের বিশ্বাস, মহীপালদেবের পিতা দ্বিতীয় বিগ্রহপাল দেবের সময় এই ঘটনা ঘটে। মহীপাল রাজা হইয়া, পিতার সময়ের বিলুপ্ত রাজ্যগুলির উদ্ধার করেন । লিখিত আছে, মহীপালের সেনা-গজেন্দ্র সকল প্রচুর জলযুক্ত পূৰ্ব্বদিকে স্বেচ্ছানুসারে স্বচ্ছবারি পান করিয়া, মলয় পৰ্ব্বতের উপত্যকাভূমির চন্দন-তরুতলে মুদুনন্দগতিতে ভ্রমণ করিয়া ও ঘনীভূত শীকর সমূহ দ্বারা বৃক্ষসমূহের জড়ত্ব বিধান করিয়া, হিমালয়ের কটকদেশ আশ্রয় করিয়াছিল, অর্থাৎ মহীপাল সেনাগণের সাহায্যে পুৰ্ব্ব
- বুদিল খণ্ডের একটা প্রাচীন রাজবংশ এই বংশ পৃ ৮• •অব্দ হইতে ১৪৪৫ খৃঃ পৰ্য্যস্ত মহা প্রতাপের সঙ্গে রাজত্ব করেন ।