পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় । >ミ○ পাল ও অনুজ বসন্তপাল নামক আত্মীয় দ্বারা কাশীধামের সায়নাথে ধৰ্ম্মচক্র পুনর্ভব, শৈলরাজ কুটিম ও ধৰ্ম্ম রঞ্জিক সত্তঘ স্থাপন করেন, এবং কয়েকট প্রাচীন স্তম্ভের জীর্ণ সংস্কার করেন। মহীপাল আটটা মহাস্থানের ধ্বংসাবশেষ হইতে প্রস্তর সংগ্ৰহ করিয়া একটা গন্ধকূটী নিৰ্ম্মাণ করেন। ক্ষুদ্র উপল খণ্ডে চুণ ও সুরকী মিশাইয়া তদ্বারা ইহার প্রাঙ্গণ নিৰ্ম্মিত হইয়াছিল । শিলা লিপিতে ক্ষোদিত আছে,–গোঁড়াধিপতি মহীপাল কাশী নগরীতে একশত ঈশান অর্থাৎ দীপস্তম্ভ * এবং চিত্ৰঘণ্টা অর্থাৎ কারুকার্য্যময় ঘণ্টা স্থাপন করিয়াছিলেন। স্থিরপাল ও মহীপালের কনিষ্ঠ : ভ্রাত বসন্তপাল একট প্রকোষ্ঠ এবং আটট বৃহৎ কুলুঙ্গি বিশিষ্ট একটা স্তুপ নিৰ্ম্মাণ করেন। দিনাজপুরের বাণরাজার গড়ে মহীপাল দেবের একখানি তাম্রশাসন পাওয়া গিয়াছে । ইহার সন ও তারিখ কে চাচিয়া ফেলিয়াছে। বিলাসপুর সমাবাসিত জয়স্কন্ধাবার হইতে ভগবান বুদ্ধভট্টারকের উদ্দেশে পরাশরগোত্রীয় শক্তি-বশিষ্ঠ পরাশর-সপ্রবর যজুৰ্ব্বেদসৱহ্মচারী বাজস শাখাধ্যায়ী মীমাংসা-ব্যাকরণ তত্ত্ব-বিদ্যাবিদ ভট্ট কৃষ্ণাদিত শৰ্ম্মাকে কুরট পল্লিকা (চুটপল্লিকাদি ) গ্রাম প্রদত্ত হুইয়াছে। ভট্ট কৃষ্ণাদিতা শৰ্ম্ম ভট্ট হৃষীকেশের পৌত্র ও ভট্ট মধুসূদনের পুত্র। কুরটপল্লিকাগ্রাম পুগু,বৰ্দ্ধন ভুক্তির অন্তর্গত, কোটিবর্ষ বিষয়ের অন্তঃপাতী গোকলিকা মগুলের অন্তর্গত ছিল । যাহা এখন দেবকোট পরগণা নামে খ্যাত ও যাহা মুসলমান সময়ে খুব প্রসিদ্ধ ছিল. তাহার প্রাচীন নাম কোটিবৰ্ষ না ।

  • মালদহ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত নগরপাড় নামক গ্রামে একটা প্রস্তরময় ঈশান আছে । এই দীপস্তম্ভ বৌদ্ধযুগে স্থাপিত হইয়াছে ।

+ থ ষ্টীয় ষষ্ঠশতাব্দীতে রচিত বৃহৎ সংহিতাতে কোটিবর্ষ রাজ্যের নাম আছে। পাল রাজগণের অভু্যদয় হইলে এই রাজ্য, তাহদের রাজ্যের অন্তর্গত হয় । হেমচন্দ্রের অভিধান চিন্তামণি ও পুরুষোত্তমদেবের ত্রিকাগুণেষে কোটিবর্ষের উমাবন নাম দৃষ্ট হয় ।