পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> &8 গৌড়ের ইতিহাস । পাল-রাজগণের সময় কোটিবর্ষ একটা বৃহৎ বিভাগ ছিল। বিশ্বকোষ মতে গোকলিকা মণ্ডল নীতপুর ডাকঘর হইতে সাড়েতিন ক্রোশ উত্তর-পূৰ্ব্বে । অবস্থিত, বৰ্ত্তমান গো অলা । গো অলা, গোকলিকা মণ্ডলের অংশ মাত্র। গো অল গ্রামের একক্রোশ দক্ষিণস্থ কুরগু গ্রামের প্রাচীন নাম কুরট পল্লী। চুটপল্লীর বর্তমান নাম চুহাড় ; ইহা কুরও গ্রামের কিঞ্চিদধিক একক্রোশ পশ্চিমে অবস্থিত। বিলাসপুর কোথায় ছিল, জানা যায় নাই । ইহা গঙ্গার তীরবত্তী ছিল । সমস্ত তাম্রশাসনই কোন না কোন জয়স্কন্ধাবার হইতে প্রদত্ত হইয়াছে। রাজধানী গৌড়ে থাকিয়া কেহ যে তাম্রশাসন প্রদান করিয়াছেন, তাহার প্রমাণ পাওয়া যায়ু নাই । রাজগণ অলসভাবে রাজধানীতে বসিয়া থাকিতেন না । রাজ্য মধ্যে ভ্রমণ করিয়া প্রকৃতি পুঞ্জের অবস্থা পরিজ্ঞাত হইতেন । নদীতীরে জয়স্কন্ধাবার স্থাপিত হইলে, লোকজনের যাতায়াতের সুবিধার জন্য নৌ-সেতু নিৰ্ম্মিত হুইত, নৌ-সেতু গুলি খুব উচ্চ হইত। গঙ্গার স্তায় প্রবল স্রোতস্বিনীর উপর নৌ-সেতু-নিৰ্ম্মাণ সামান্ত কৌশলের কার্য্য নহে। পরম সৌগত পরম ভট্টারক মহারাজাধিরাজ গৌড়েশ্বর মহীপাল দেব নিজে বুদ্ধদেবের একজন প্রধান ভক্ত ছিলেন ; কিন্তু বৌদ্ধ ও হিন্দু ধৰ্ম্মে কোন তারতম্য করিতেন না। তখন বৌদ্ধধৰ্ম্ম ও হিন্দুধৰ্ম্মে মিশিয়া যাইতেছিল। রাজা এদিকে পরম সৌগত ছিলেন ; কিন্তু আবার বিষ্ণুসংক্রাস্তিতে বিধিবৎ গঙ্গাস্নান করিয়া ব্রাহ্মণকে ভূমিদান করিয়াছিলেন । রাজা বুদ্ধ ভট্টারকের উদ্দেশে ব্রাহ্মণকে ভূমিদান করিলেন, এবং হিন্দুব্রাহ্মণ বৃদ্ধ ভট্টারকের উদেশে সেই দান গ্রহণ করিলেন। বুদ্ধ সস্তুষ্ট হইবেন,—যদি এই উদ্দেশু হয়, তবে ধৰ্ম্মপালের নারায়ণভট্টারকের উদ্দেশে ও নারায়ণ পালের শিব ভট্টারকের উদ্দেশে ভূমিদানেরও সেই উদ্দেশু হইতে পারে। কিন্তু কাৰ্য্য না থাকিলে, কেবল ভূমিদান করা