পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ের ইতিহাস । فران لا “কৃতসকলনীতিজ্ঞো ধৈর্য্যস্থৈৰ্য্য মহোদধিঃ । সান্ধিবিগ্রহিক ক্রমান ভীমদেবোহর দূতকঃ " শিল্পী তথাগতসর এই তাম্রশাসন খনন করিয়াছিলেন ( অথনং ) । তথাগতসর বোধ হয় বৌদ্ধ ছিলেন। মদনপালের পর, মহেন্দ্রপাল নামক গৌড়ের এক রাজার নাম পাওয়া যায়। * তিনি মদনপালের অব্যবহিত পরবর্তী রাজা কি না, তাহ নিশ্চয় জানা যায় নাই। সম্ভবতঃ এই সময়ে পাল বংশীয় রাজগণ সেন-রাজগণ কর্তৃক তাড়িত হইম্বা বিহারের কিয়দংশে শাসনদণ্ড পরিচালন করিতেছিলেন । মহেন্দ্রপাল ব্যতীত আর একজন পালবংশীয় রাজার নাম পাওয়া যায়—তিনি গোবিন্দপাল দেব । গোবিন্দপাল দেব । ইনি পাল-বংশীয় শেষ রাজা । ইহার নামাঙ্কিত ১২৩২ এবং ১২৩৫ সংবতের দুইখানি শাসন-লিপি পাওয়া গিয়াছে। ১২৩৫ সংবতের শাসনলিপিখানি গোবিন্দপালের রাজত্বের পঞ্চদশ বর্ষের। অতএব গোবিন্দ পাল ১২৩৫-১৫ = ১২২•সংবতে অর্থাৎ ১১৬৪ খৃষ্টীয়াদে রাজত্ব আরম্ভ করেন। ১১৯৭ খৃষ্টীয়াদে গোবিন্দপালের রাজ্য মহম্মদ বিন বখতিয়ার অধিকার করেন। অতএব ১১৯৭—১১৬৪ =৩০ বৎসর গোবিন্দপাল রাজত্ব করেন। ওদন্তপুরে গোবিন্দপালের রাজধানী ছিল। ইহার প্রায় ৮২ বৎসর পূৰ্ব্বে সেন-রাজগণ গৌড় অধিকার করিয়াছিলেন। ইহাতে বোধ হয়, পাল-বংশীয় শেষ ৩৪ জন রাজার রাজধানী গৌড়ে ছিল না। + এরূপ জনশ্রুতি আছে, দুষ্ট মন্ত্রীর প্ররোচনায় মদনপালের মহিষী স্বামীকে বিষ খাওয়াইয়। মারে । সেনাপতি শূরসেন, দুষ্টমন্ত্রী ও রাণীকে অগ্নিতে পোড়াইয়। भी:ग्नन !