'288 গৌড়ের ইতিহাস । কর্তৃক পূৰ্ব্ববঙ্গে পাল-বংশীয় গোবিন্দচন্দ্র পরাজিত হইলে, বঙ্গদেশে গোলযোগ উপস্থিত হয়। সেই সুযোগে বৰ্ম্মবংশীয় ভূপালগণ বিক্রমপুর অধিকার করেন । বৰ্ম্ম-বংশ শূর-বংশের এক শাখা । ইহারা পূৰ্ব্বে স্বর্ণরেখা নদীর তীরবর্তী কাশীপুরীর রাজা ছিলেন । ঐ স্থান সুহ্মের অন্তর্গত ছিল । ইহার বর্তমান নাম কাশীয়াড়ি । বৰ্ম্মবংশীয় রাজগণ যখন বিক্রমপুর অধিকার করেন, তখন বিক্রমপুরের এক পাশ্বদিয়া পদ্মা প্রবাহিত ছিল। এখন উহার মধ্য দিয়া পদ্মা প্রবাহিত হওয়ায় বিক্রমপুর দ্বিধা বিভক্ত হইয়াছে। হরিবল্মা । এই বংশে হরিবল্মা, জ্যোতিৰ্ব্বক্ষ্মী ও শ্রামলবৰ্ম্মার নাম পাওয়া যায় । ইহারা পাল ও সেন বংশের করদরূপে বিক্রমপুর শাসন করিতেন।* দ্বিতীয় ভবদেব ভট্ট, হরিবম্ম-দেবের সচিব ছিলেন । ভবদেব ভট্টের নামান্তর বালভট্ট বা বালবলভীভূজঙ্গ, ইহার পিতার নাম গোবৰ্দ্ধন । ইনি খৃষ্টীয় দশম শতাব্দীর শেষভাগে জন্মগ্রহণ করেন । ইনি সাবর্ণ গোত্রীয় সিদ্ধলগ্রামীণ ছিলেন । কুলাচাৰ্য্য বাচস্পতি মিশ্র, ভবদেবের বন্ধু ছিলেন । ভবদেব দক্ষিণরাঢ়ে আগমনপূৰ্ব্বক, সম্ভবতঃ রণশূর কর্তৃক সমাদৃত হইয়া, তথায় কিয়ংকাল বাস করেন । রাজেন্দ্রচোল কর্তৃক রণশর রাজ্যভ্রষ্ট হইলে, ভবদেব তীর্থবাসের জন্ত উৎকলে যাত্রা করেন । হরিবল্লু দেব তাহার অসাধারণ পাণ্ডিত্যে মুগ্ধ হইয়া, তাহাকে প্রধান মন্ত্রিত্ব প্রদান করেন। ভবদেব ভট্ট পথ, পুষ্করিণী ও পান্তনিবাসের প্রতিষ্ঠা করেন। ইহার পিতামহ গৌড়াধিপতির মন্ত্রী ছিলেন। ভবদেবের সিদ্ধল গ্রাম একটি রাজ্যের মত ছিল । শতসংখ্যক গ্রাম ঐ রাজ্যের অন্তর্গত ছিল। SBBBBSS BBBBB BBBS BBD S BDD BBBB BB BBBB BBDS যায় না ।
পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।