ষষ্ঠ অধ্যায়। >8(? দ্বিতীয় ভবদেব ভট্টের উদ্ধতন সপ্তম পুরুষ প্রথম ভবদেব ভট্ট গোড়াধিপের নিকট হস্তিনী নামক গ্রাম লাভ করেন। কুলচন্দ্র ঘটক বলেন, ইনি ধৰ্ম্মপালের মহামাত্য ছিলেন । রাজার নিকট হইতে বহু মণি-রত্ন লাভ করিয়া, শেষ বয়সে কাশীপুরীতে গমন করেন । দ্বিতীয় ভবদেব ভট্ট ভূবনেশ্বরে অনন্ত বাসুদেবের মন্দির প্রতিষ্ঠা করেন । তদুপলক্ষে বাচস্পতি মিশ্র তাহার কুল-প্রশস্তি রচনা করেন। রাজা হরিবস্মদেবের ৪২ বর্ষাঙ্কিত একখানি তাম্রশাসন অসম্পূর্ণাবস্থায় ফরিদপুর জেলার সামন্তসার গ্রামে পাওয়া গিয়াছে। তাহা হইতে জানা যায় ঃ-— (ক) হরিবীয়াব পিতা জ্যোতির্বর্ম । (খ ) বালবল্লভী ভূজঙ্গ ভবদেব ভট্টের পিতা । গোবৰ্দ্ধন ইহার সভাপণ্ডিত ছিলেন । (গ) হরিবম্মা বিক্রমপুর সমাবাসিত শ্রমজ্জয় স্কন্ধাবার হইতে এই তামশাসন প্রদান করেন । (ঘ) পরম বৈষ্ণব পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ বিশেষণে হরিবম্ব বিশেষিত হইয়াছেন। 攀 (ঙ) প্রদত্ত ভূমি পৌণ্ডবদ্ধন ভুক্ত্যন্তঃপাতী পঞ্চকুমুম্ব শৈল উপরি নিচক্র বিষয়ের বড়পৰ্ব্বত গ্রামে ছিল । ( চ ) স্বত্র ত্ৰিষষ্ট্যধিকষড় দ্রোণুপেতহলভূমৌ শব্দে বোধ হয় প্রদত্ত ভূমির পরিমাণ প্রকাশিত হইয়াছে। (ছ) বাৎস্ত-গোত্রীয় ভার্গব-চ্যবন আপ্লবৎ ঔৰ্ব্ব জামদগ্ন্য-প্রবর ঋগ্বেদ আশ্বলায়ন শাখাধ্যায়ী ভট্টপুত্র জয়বাচি ঐ দেবের প্রপৌত্র, ভট্টপুল্ল বেদগৰ্ভ শৰ্ম্মার পৌত্র, ভট্টপুত্র পদ্মনাভের পুত্র ভট্টপুত্ৰ বেদার্থবাচিক শ্ৰীকৃষ্ণধর মিশ্রকে তাম্রশাসনলিখিত ভূমি প্রদত্ত হইয়াছিল। 3 е
পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।