পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8b" cशोरख्द्र इंडिशज । মল্লবৰ্ম্ম কাশীপুরীর রাজা হন । শুামলবৰ্ম্ম পিতৃরাজা পান নাই। তিনি বিক্রমপুরে আসিয়া অতি উদ্ধত শূরবংশীয়দিগকে পরাজিত করিয়া ৯৯৪ শাকে রাজা হন । যথা : বেদগ্রহ গ্রহমিতে স বভূব রাজা গৌড়ে স্বয়ং নিজবলৈঃ পরিভূয় শক্রন । শূরান্বয়ানতিমদান বিজিতান্তরাত্মা শাকে পুনঃ শুভতির্থে বিজয়ন্ত স্থলুঃ ॥ ( বিক্রমপুরের বৈদিক কুলপঞ্জিকা । ) শু্যামলবৰ্ম্ম বৈদিক ব্রাহ্মণদিগের আনয়ন-কৰ্ত্ত বলিয়া প্রসিদ্ধ আছেন। প্রকৃত পক্ষে পাশ্চাত্য বৈদিকের হরিবর্মার সময় হইতে বঙ্গে আসিতেছিলেন। শুমলবৰ্ম্ম কাশীরাজ্যের অন্তর্গত সীয়দোনীর রাজা হরিহরের পুত্র নীলকণ্ঠের দুহিতার পাণিগ্রহণ করেন। কোন কোন কুলগ্রন্থ মতে তিনি কাশীরাজ জয়চন্দ্রের তহিত সুশীলাকে বিবাহ করেন। শু্যামলবৰ্ম্মার তাম্র শাসনের কিয়দংশ পাওয়া গিয়াছে। এই তাম্র শাসন হইতে নিম্নলিখিত বিবরণ গুলি অবগত হওয়া যায় : (ক) বিক্রমপুর নিবাসী কটকপতি শ্ৰীশ্ৰীমানের জয়স্কন্ধাবার হইতে এই তাম্রশাসন প্রদত্ত হইয়াছে । (খ ) শু্যামলবৰ্ম্ম সোমবংশের অন্তর্গত বৰ্ম্ম-বংশজাত ছিলেন । (গ) শু্যামলবৰ্ম্মার বৃষভশঙ্কর গৌড়েশ্বর উপাধি ছিল । (ঘ ) রাজ্ঞী-রাণক-রাজপুত্র-রাজামাতা-মহাধাৰ্ম্মিক-মহাসান্ধিবিগ্রহিক-পৌরপতিক-দগুনায়ক-বিষয়ী-প্রভৃতিকে জানাইয়া তাম্র শাসন প্রদত্ত হইয়াছে। (ঙ) অশ্বপতি-গজপতি-নরপতি-রাজ্যত্রয়াধিপতি-বৰ্ম্মবংশকুল-কমল প্রকাশ-ভাস্কর-সোমবংশ প্রদীপ-প্রতিপন্ন কর্ণগাঙ্গেয় শরণাগত বজ্র