পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায় । ১৪৯ পঞ্জরপরমেশ্বর-পরমভট্টারক-পরমসৌর-মহারাজাধিরাজ-অরিরাজ বৃষভশঙ্কর প্রভৃতি বিশেষণে শু মেলবৰ্ম্ম বিশেষিত হইয়াছেন। (চ) চট্টভট্ট জাতীয় ক্ষেত্রকরদিগকেও ভূমি দানের বিষয় জানান হইয়াছে । ইহাতে বোধ হইতেছে, তৎকালে চট্টভট্ট জাতীয়ের লুণ্ঠন বৃত্তি ত্যাগ করিয়া কৃষিকাৰ্য্য অবলম্বন করিতেছিল । (ছ) প্রদত্ত ভূমি বঙ্গবিষয়ুপাঠে বিক্রমপুর ভুক্ত্যন্তঃপাতী ছিল । (জ) পূৰ্ব্বে নাগরকুণ্ডা, দক্ষিণে ধূলীপুর, পূৰ্ব্বে লঙ্কাচুয়া, উত্তরে কুলকুষ্ঠি প্রদত্ত ভূমির এই চতুঃসীমা ছিল । (ঝ ) পাঠকত্রয় ভূমি বোধ হয় কোন নির্দিষ্ট পরিমাণবিশিষ্ট ভূমি । ( এঃ ) ঋগ্বেদীয় আশ্বলায়ন শাখৈকদেশাধ্যায়ী শ্ৰীযশোধর দেবশৰ্ম্মাকে প্রসাদোপরি শকুন প্রপতিত যজ্ঞবিধিতে এই ভূমি প্রদত্ত হইয়াছিল । - রামদেবের বৈদিক কুলমঞ্জরীতে লিখিত আছে, শু্যামলবৰ্ম্ম পদ্মানদীর দক্ষিণদিকস্থ সমস্ত প্রদেশ অধিকার করেন এবং গৌড়ের অন্তর্গত বিক্রমপুরের উপান্তে রাজধানী নিৰ্ম্মাণ করেন, যথা :– “গোঁড়ান্তর্গত বিক্রমপুরোপান্তে পুরীং নিৰ্ম্মমে।” সামন্তসারের বৈদিক-কুলার্ণবমতে শুমলবৰ্ম্ম ভাগীরথীর পূৰ্ব্বে মেঘনার পশ্চিম লবণসমুদ্রের উত্তর ও বরেন্দ্রের দক্ষিণপ্রদেশে সেনবংশীয় নৃপতির করদরূপে শাসন করিতেন । যথা – গঙ্গায়াঃ পৃষ্ঠভাগঞ্চ মেঘনষ্ঠাশ্চ পশ্চিমম্। উত্তরাল্লবণান্ধেশ্চ বারেন্দ্রাচ্চৈব দক্ষিণম্। করদং রাজ্যমাসাদ্য শু্যামলাখ্যোপ্যশাসয়ৎ সেনবংশীয় ভূপানামাশ্রয়েণ স্বধৰ্ম্মভাক ৷ বায়ু পুরাণীয় রাজগৃহ মাহাক্স্যে লিখিত আছে, বস্থরাজ নামক এক