সপ্তম অধ্যায়। সেন রাজবংশ । পাল-রাজবংশের পর, সেন-বংশ গৌড় অধিকার করে। কোন সময়ে কে গৌড় অধিকার করেন—তখন কে গৌড়ে রাজত্ব করিতেন, তাহা জানা যায় নাই। কেহ কেহ বলেন, বিজয়সেন গৌড় অধিকার করেন । বরেন্দ্রভূমির অন্তর্গত দেওপাড়া হইতে প্রাপ্ত প্রশস্তির বিংশ শ্লোকে আছে,— “ত্বং নান্তবীরবিজয়ীতি গিরঃ কবীনাং শ্ৰুত্বান্তথা—মননরূঢ়নিগুঢ়রোষ । গৌড়েশ্রীমদ্রবদপাকৃতকামরূপভূপং কলিঙ্গমপি যস্তরস জিগায় ।” নান্তবীর ও নেপাল রাজ নান্তদেবকে কেহ কেহ অভিন্ন মনে করেন । নান্তদেব ১০৯৭ খৃষ্টাব্দে নেপালে রাজত্ব করিতেন । * ভোগদেবের পর নান্তদেব ১৯৮৯ খৃষ্টাব্দ হইতে ১১২৫ খৃষ্টাব্দ পর্যন্ত মিথিলায় রাজত্ব করেন। দেওপাড়ার প্রশস্তি লিপিতে এই নান্তবীর বা নান্তদেবের কথা আছে। সেই সময়ে রামপাল গৌড়ের রাজা ছিলেন । বিজয় সেন সে সময়ে সমস্ত গৌড়-রাজ্য অধিকার করিতে পারেন নাই, কারণ মদনপালদেব, কোন ব্রাহ্মণকে পুণ্ড বৰ্দ্ধন ভুক্তান্তঃপাতী কোটীবর্ষবিষয়ের অন্তর্গত হলাবৰ্ত্তমগুলে ভূমিদান করিয়াছিলেন ; গৌড় রাজ্য
- নান্যদেব মিথিলা রাজত্ব করিয়া পরে নেপালে গমন করেন , বিদ্যাপতির পুরুষপরীক্ষায় আছে, “নাগুদেৰ কর্ণাটক্ষত্রিয় ছিলেন।” সিমরেীন গড়ে একটি কীৰ্ত্তি শিলায় লিখিত আছে, নাস্থ্যদেৰ তথায় ১ • .৯ শাকে একটি বাস্তু প্রতিষ্ঠা করেন।