সপ্তম অধ্যায় । ((t হস্তান্তরিত হইলে, মদনপাল কখন পুণ্ড বৰ্দ্ধন ভুক্তিব অন্তঃপাতী ভূমি দান করিতে পারিতেন না। বিজয়সেন গৌড়েন্ত্রকে পরাজিত করিয়াছিলেন মাত্র ; যুদ্ধে জয়লাভ ও রাজ্যাধিকার এক কথা নহে। বিজয়সেন কামরূপ ও কলিঙ্গ-পতিকে যুদ্ধে পরাজিত করেন। সেন-রাজবংশের উন্নতির মধ্যাহ্নকালেও কামরূপ ও কলিঙ্গ তাহার অধীন হয় নাই * বিজয়সেন, পদ্মাবতী-নদীতীরস্থ বিজয়পুরে প্রহ্লামেশ্বরনামক মহাদেবের মন্দির স্থাপন করেন । এই মন্দিরে বিজয়সেনের যে প্রশস্তি লিপি ছিল, তাহা পাওয়া গিয়াছে। বিজয়পুরকে এখন দেওপাড়া বলে । তত্রস্থ শিব মন্দির এখন বৰ্ত্তমান নাই । এই স্থানের অবস্থা দেখিলে ও উগর পাশ্বস্থ "ভিখুরপাড়া’ অর্থাৎ ভিক্ষু-পল্লীর নাম শুনিলে বোধ হয়, ইহা পুৰ্ব্বে একটি বৌদ্ধস্থান ছিল। বিজয়সেন, বৌদ্ধ মন্দিরের উপকরণ পাইয়া ভদ্বারা হিন্দুমন্দির-নিৰ্ম্মাণ করেন। শিব-মন্দিরে যে শিলালিপি পাওয়া গিয়াছে, তাহার শ্লোক গুলি উমাপতিধর-কর্তৃক রচিত। জয়দেবের “গীতগোবিন্দে” আছে—“বাচ পল্লবয়তুামাপতিধরঃ” ; এই বাক্য যে কতদূর সত্য, তাহা আমরা প্রশস্তি লিপির রচনা দেখিলে বুঝিতে পারি। উমাপতিধর বিজয়সেনকে রাম ও পাথের অপেক্ষ বড় দেখিয়াছেন । র্তাহার লেখা হইতে আমরা জানিতে পারি যে, এই সেন-বংশের প্রবর্তকের নাম বীরসেন । বীরসেন, দাক্ষিণাতা-ক্ষেীণীন্দ্র ছিলেন, এবং চন্দ্র বংশে জন্মগ্রহণ করেন । যথা,— “বংশে তস্তামরস্ত্রী-বিততরতকলা সাক্ষিণে দক্ষিণাত্য ক্ষেীণীন্দ্রৈবীরসেন প্রভৃতিভিরভিত কীৰ্ত্তিমদ্ভিবভূবে।
- কোচবেহারের উত্তরস্থ একটি স্থানের নামও কলিঙ্গ ছিল, হয়ত বিজয়সেন, তাহার রাজাকে পরাজিত করেন । Brouckeয় ১৬৬০ খৃষ্টাব্দে অঙ্কিত মানচিত্রে এই
हॉम कलिक्रव* नांtभ श्रकिठ झइंग्रltछ् ।