পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sఆసి গৌড়ের ইতিহাস । ছিলেন । চোড় গঙ্গদেব ৯৯৯ শব্দে কলিঙ্গের রাজা হন । বিজয়সেনের প্রশস্তিতে লিখিত আছে,—বিজয়সেন কলিঙ্গ-রাজকে যুদ্ধে পরাজিত করেন । বিজয়সেনের সহ চোড় গঙ্গের বন্ধুত্ব ছিল। বিজয়সেন কলিঙ্গরাজ্য জয় করিয়া বন্ধু চোড় গঙ্গকে প্রদান করেন, ইহাই সম্ভব। ৯৯৯ শাকে বিজয়সেনের বয়স ৪৮ বৎসর। নীলকণ্ঠ-রচিত “যশোধরবংশমালা” নামক বৈদিক কুলগ্রন্থমতে বিজয়সেন ৯৯৪ শাকে গৌড়ে রাজা হন,— “বেদগ্রহগ্রহমিতে স বভূব রাজা গৌড়ে স্বয়ং নিজবলৈঃ পরিভূয় শক্রন” । “সম্বন্ধতত্ত্বার্ণবে” লিখিত আছে—৯৫১ শাকে বিজয়সেনের জন্ম হয় ;– “অপূৰ্ব্বভক্তির্ভবদেবদেবেন্ধদে শশাঙ্কস্মরন্ধ,শাকে । জাতে বিজয়সেনো গুণিগণগণিতস্তস্ত দৌহিত্র-বংশে ॥” কুলজীগ্রন্থের মতে বিজয়সেন চল্লিশ বৎসর রাজত্ব করেন, যথা – “সোহপি চত্বারিংশবৰ্ষং প্রকৃত্য স্বনুমুত্তমম্। ব্রথস্থনোঃ প্রসাদেন প্রাপ্য নাকং সমাযযে৷ ” বিজয়ুসেনের নামান্তর ধীসেন, যথা :– “ধিয়া ধীসেনসংঙ্কোইসেী বিজিতারাতিসংহতিঃ । বিজয়নামকশ্চাসীৎ সৰ্ব্বভূমিভুজাং বর: ॥”-সাতকড়ি ঘটককৃত কুলপঞ্জী। বিজয়সেনের বৃষভশঙ্করগৌড়েশ্বর উপাধি ছিল ; উপাধি দেখিলে বোধ হয়, তিনি শৈব ছিলেন । “সেখ শুভোদয়াম্ব” লিখিত আছে, তিনি শিবপূজা না করিয়া জলগ্ৰহণ করিতেন না। বিজয়সেনের সময় কান্তকুজ, হরিদ্বার, অযোধ্যা, কাশী, কাঞ্চীপুর হইতে যে সকল কায়স্থ এদেশে আগমন করেন, তাহাদের অনেকে বারেত্র কায়স্থদের বীজপুরুষ।