Sఆసి গৌড়ের ইতিহাস । ছিলেন । চোড় গঙ্গদেব ৯৯৯ শব্দে কলিঙ্গের রাজা হন । বিজয়সেনের প্রশস্তিতে লিখিত আছে,—বিজয়সেন কলিঙ্গ-রাজকে যুদ্ধে পরাজিত করেন । বিজয়সেনের সহ চোড় গঙ্গের বন্ধুত্ব ছিল। বিজয়সেন কলিঙ্গরাজ্য জয় করিয়া বন্ধু চোড় গঙ্গকে প্রদান করেন, ইহাই সম্ভব। ৯৯৯ শাকে বিজয়সেনের বয়স ৪৮ বৎসর। নীলকণ্ঠ-রচিত “যশোধরবংশমালা” নামক বৈদিক কুলগ্রন্থমতে বিজয়সেন ৯৯৪ শাকে গৌড়ে রাজা হন,— “বেদগ্রহগ্রহমিতে স বভূব রাজা গৌড়ে স্বয়ং নিজবলৈঃ পরিভূয় শক্রন” । “সম্বন্ধতত্ত্বার্ণবে” লিখিত আছে—৯৫১ শাকে বিজয়সেনের জন্ম হয় ;– “অপূৰ্ব্বভক্তির্ভবদেবদেবেন্ধদে শশাঙ্কস্মরন্ধ,শাকে । জাতে বিজয়সেনো গুণিগণগণিতস্তস্ত দৌহিত্র-বংশে ॥” কুলজীগ্রন্থের মতে বিজয়সেন চল্লিশ বৎসর রাজত্ব করেন, যথা – “সোহপি চত্বারিংশবৰ্ষং প্রকৃত্য স্বনুমুত্তমম্। ব্রথস্থনোঃ প্রসাদেন প্রাপ্য নাকং সমাযযে৷ ” বিজয়ুসেনের নামান্তর ধীসেন, যথা :– “ধিয়া ধীসেনসংঙ্কোইসেী বিজিতারাতিসংহতিঃ । বিজয়নামকশ্চাসীৎ সৰ্ব্বভূমিভুজাং বর: ॥”-সাতকড়ি ঘটককৃত কুলপঞ্জী। বিজয়সেনের বৃষভশঙ্করগৌড়েশ্বর উপাধি ছিল ; উপাধি দেখিলে বোধ হয়, তিনি শৈব ছিলেন । “সেখ শুভোদয়াম্ব” লিখিত আছে, তিনি শিবপূজা না করিয়া জলগ্ৰহণ করিতেন না। বিজয়সেনের সময় কান্তকুজ, হরিদ্বার, অযোধ্যা, কাশী, কাঞ্চীপুর হইতে যে সকল কায়স্থ এদেশে আগমন করেন, তাহাদের অনেকে বারেত্র কায়স্থদের বীজপুরুষ।
পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৯০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।