গৌড়ের ইতিহাস । ياوي الا ও তৎ সমীপন্থ স্থানের নাম লাটদ্বীপ। চেঙ,টিয়া পরগণা স্বৰ্য্যদ্বীপের অস্তর্গত ছিল । (৩) মধ্যদ্বীপ—জলিঙ্গী, চূর্ণ ও ইচ্ছামতীর মধ্যবৰ্ত্তী স্থান। হাসখালি মামজোয়ান, শান্তিপুর, উলা প্রভৃতি মধ্যদ্বীপের অন্তর্গত । ( s ) জয়দ্বীপ—দুর্গাপুর পোড়াদহ, জগতী প্রভৃতি জয়দ্বীপের অন্তর্গত । { ৫ ) । চক্রদ্বীপ—বৰ্ত্তমান চাকদহ প্রদেশ । কেশরী নামক রাজা চক্রদ্বীপান্তর্গত দেবগ্রামে রাজত্ব করিতেন । এই দ্বীপের দক্ষিণাংশে কুমারহট্ট, স্বর্ণপল্লী সমেত রায়িদেশ নামে কথিত হইত। (৬) কুশদ্বীপ—গোবরডাঙ্গা, গয়ঘাটা, বাছড়িয়া প্রভৃতি অঞ্চল এই দ্বীপের অন্তর্গত ছিল। এই দ্বীপ মহাদীর্ঘ । () এড় দ্বীপ-পূৰ্ব্বে যমুনা ও পশ্চিমে গঙ্গার মধ্যবৰ্ত্তী স্থান। ইহার নাম হইতে এড়েদহ নাম হইয়াছে। (৮) প্রবালদ্বীপ—রাজপুর হইতে মথুরাপুর পর্যন্ত স্থান ইহার অন্তর্গত ছিল ৷ জয় নগর পলাবাড়ী এই দ্বীপের অন্তর্গত । (৯) বৃদ্ধদ্বীপ-সাতক্ষীরা, হইতে বাগেরহাট পৰ্য্যস্ত। ইহার নাম হইতে বুড়ন পরগণার নাম হইয়াছে। (১০) চন্দ্রদ্বীপ-মধুমতীর পূর্বাংশ বর্তমান বরিশাল জেলা। লিখিত আছে ,— “চন্দ্রদ্বীপস্ত সীমায়াং রত্নাকরে বিরাজতে । চন্দ্রবং ক্ষীয়তে তস্য চন্দ্রবৎ বদ্ধতে বপুঃ ॥” এই বর্ণনায় জানা যাইতেছে চন্দ্রদ্বীপ তখন সমুদ্রের উৎপাত সহ করিতেছিল । উপবঙ্গ সমুদ্র-গর্ভ হইতে উখিত হইলে, চণ্ডাল, কৈবৰ্ত্ত, চামার
পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।