সপ্তম অধ্যায় । الج لا প্রভৃতি ইহাতে বাস করিতে আরম্ভ করে। পরে আর্যজাতির বসতি হয় । আর্য্যেরা এখানে বাস করিয়া, অনার্য্যদিগের' দেবদেবীগণকে গ্রাম্যদেবতা শ্রেণীভুক্ত করিয়া লইয়াছেন। গ্রাম্য-দেবতার নাম সংস্কৃত্তে পরিবৰ্ত্তিত করা হইয়াছে, তবে এখনও দুই একস্থানে প্রাচীন অনাৰ্য্যনাম শুনা যায়। ভূত-প্রেতগুলি শিবের সঙ্গে ও স্ত্রী-দেৰীগণ ভগবতীর মূৰ্ত্তিবিশেষে মিশিয়া গিয়াছে। উত্তর ভারতে বহু পূৰ্ব্বে গ্রাম্যদেবদেবীগুলি কুমারদেবের অনুচর ও অনুচরীরূপে গৃহীত হইয়াছিল। পশ্চিমে মহানন্দা, পূৰ্ব্বে ব্রহ্মপুত্র, উত্তরে কামরূপ রাজ্য, দক্ষিণে গঙ্গানদী—বরেন্দ্র এই চতুঃসীমার অন্তর্গত। গৌড়, দেবীকোট, মহাস্থান ও পুণ্ড,বদ্ধন বরেন্দ্র-বিভাগের প্রধান নগর ছিল, রুকণপুর ( রুক্মিণীপুর ) বরেঞ্জের অন্য একটী নগর। প্রবাদ মুখে শুনা যায়, এখন যেখানে ভাতিয়ার বিল, তথায় একটী নগর ছিল । জলপ্লাবনে তাহা নষ্ট হইয়া যায়। পূৰ্ব্বে মেঘনা, পশ্চিমে ব্ৰহ্মপুত্র, দক্ষিণে গঙ্গা, উত্তরে খসপাহাড় —বঙ্গবিভাগ এই চতুঃসীমাবচ্ছিন্ন ছিল । যে সকল নদীদ্বারা মেঘনা গঠিত হইয়াছে পাহাড় ও শিলচরের পূর্বাংশ তৎসমুদয়ের দ্বারা গঠিত। সুবর্ণগ্রাম, বঙ্গের প্রাচীন নগর ছিল। 曼 পূৰ্ব্বে জলিঙ্গী ( জলাঙ্গী ), পশ্চিমে রাজমহলপৰ্ব্বত, উত্তরে গঙ্গা, দক্ষিণে দামোদর নদ—এই চতুঃসীমাবচ্ছিন্ন স্থান রাঢ়ের অন্তর্নিবিষ্ট হইয়াছিল। কর্ণসুবর্ণের নাম তখন বিলুপ্ত হইয়াছিল। পূৰ্ব্বকালে কখন কখন চিতাভূমি ( নামান্তর ঝাড় খণ্ড )–বর্তমান সাওতালপরগণা
- রাঢ়ের অনেক কথ। পূর্বে লিখিত হইয়াছে । মেগাস্থিনিল বর্ণিত গঙ্গ। রাঢ় ও গণকর অদ্যপি মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর উপবিভাগে বৰ্ত্তমান আছে। গ্যাঙ্গরড্রার বৰ্ত্তমান নাম গঙ্গারডু । মেগাস্থিনিল লিপিয়াছেন, গ্যাঙ্গািরডাইর রাজার এরূপ
প্রতাপ ছিল যে, তাহার হস্তিসৈন্তের ভয়ে কেহ উtহার রাজ্য আক্রমণ করিতে সাহস KJJB BDDBB BBS BDD BBS B BBBBDB BBB BB BBBBBBBS