সপ্তম অধ্যায় । ১৭৩, সুতরাং হরিমিশ্রের কথা কতদূর সত্য বলা যায় না। সকল ব্রাহ্মণগণকে ভূমিদান করিতে হইলে রাজ্যখানি ব্রাহ্মণদিগকে ছাড়িয়া দিতে হয় । যিনি যে গ্রাম পাইয়াছিলেন, তিনি আপনাকে সেই গ্রামীণ ৰলিয়া পরিচিত করেন । এই গ্রামীণ শব্দ হইতে গাই শব্দের উৎপত্তি হইয়াছে। গ্রামীণদিগের গ্রামগুলি সম্ভবতঃ ব্রাহ্মণ প্রধান। ছিল । কোন গ্রাম কোথায় অবস্থিত, তাহা জানিতে পারিলে, বাঙ্গালা দেশের তৎকালের অবস্থা অনেকটা পরিজ্ঞাত হওয়া ষায় । বারেন্দ্র ব্রাহ্মণদের একশত গtঞী । শাণ্ডিল্য গোত্রে । বাৎস গোত্রে । ১ । রুদ্রবাগচি। ১ । সঞ্জামিনী ২ । লাহিড়ী ২ । ভীমকালী ৩। সাধু বাগছি ৩ । ভট্টশালী ৪ । চম্পটী ৪ । কামকালী ৫ । নন্দনাবাসী ৫ । কুড়মুড়ি—বলিহারের নাম । ৬ । কামেন্দ্র ৬. ভাড়িয়াল ৭ । শিহরি ৭ । লক্ষ ৮ । তাড়োয়াল ৮। যামরুখী—টাঙ্গাইলের নিকট ' ৯ । বিশি ৯ । শিমলি—রাজসাহী জেলার ১০ । মৎস্তাশী অধীন শিমলা গ্রাম । ১১ । চম্প ১০ । ধোশালি ১২ । সুবর্ণ তোটক ১ । তালুরী--রাজসাহী জেলার ১৩। পূষাণ তানোর গ্রাম । ১৪ । বেলুড়ি ১২ বৎসগ্ৰামী
পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/২০১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।