সপ্তম অধ্যায় । እ»w“(፫ নানাদানচিতাম্বুসঙ্কলনতঃ স্বৰ্য্যাত্মজাসঙ্গমং গঙ্গায়াং বিরচয্য নিজ রপুরং ভাৰ্য্যানুযাতোগতং । শ্ৰীমল্লক্ষ্মণসেনভূপতিরতিশ্লাঘো মহোষ্ঠে গত: নিম্পন্নোহভুতসাগর; কৃতিরসে বল্লালভূমীভূজঃ ॥ ইহাতে জানা যাইতেছে, বল্লালসেন শেষ বয়সে লক্ষ্মণসেনকে রাজ্যে অভিষিক্ত করিয়া ভাৰ্য্যাসহ নিজ রপুর গমন করিয়াছিলেন । স্ত্রীপুরুষে এককালে স্বর্গে গেলেন কিরূপে ? –বোধ হয়, লক্ষ্মণসেনের রাজ্যভিষেকের অল্পদিনপরেই বল্লালসেনের মৃত্যু হয়, এবং বল্লালসেনের ভাৰ্য্যাও স্বামীর চিতানলে আরোহণ করেন । আনন্দভট্টের “বল্লালচরিতে” আছে,— “রাজ্যাভিষেক মারভ্য চত্বারিংশৎ সমা যদা । মাসদ্বয়ং ব্যতীতঞ্চ স পঞ্চষষ্টিহায়নঃ । সহস্ৰেহষ্টে বিংশযুতে শকাব্দে পৃথিবীপতিঃ স্ত্রীভিঃ সাৰ্দ্ধং মহাভাগ উৎপপাত দিবং প্রতি ॥” বল্লালসেন সস্ত্রীক স্বর্গে যান,—ইহা মিলিতেছে, শকাব্দ মিলিতেছে না। আনন্দভট্টের মতে বল্লাল চল্লিশ বৎসর দুই মাস রাজত্ব করেন, এবং পয়ষট্টি বৎসরে প্রাণত্যাগ করেন ; ইহা সত। বলিয়া বোধ হয় না । দেবীবর ঘটক, বাচস্পতি মিশ্র ও ধ্রুবানন্দ মিশ্রের মতে বল্লালসেন অম্বষ্ঠকুলজাত মিত্র সেনের পুত্র। কেহ বলেন,—বিষ্ককৃসেনের ক্ষেত্ৰজপুত্র ; কেহ বলেন, তিনি ব্রহ্মপুত্র নদের পুত্র ছিলেন । আবার কেহ বল্লালসেনকে আদিশূরের দৌহিত্র অথবা দৌহিত্র বংশজাত বলেন,— আদিশূরের বংশধ্বংস সেন বংশ তাজা । বিষ্কক্সেনের ক্ষেত্ৰজপুত্র বল্লালসেন রাজা ॥ —রামজয়কৃত বৈদ্যকুলপঞ্জী ।
পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/২১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।