পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় । Yovዓ তাহার মনোমালিন্ত উপস্থিত হয়। * তখন লক্ষ্মণসেন পিতার নিকট হইতে দূরবর্তী বিক্রমপুরে গিয়া অবস্থিতি করেন। স্বামীর দীর্ঘপ্রবাস-নিবন্ধন লক্ষ্মণসেনের স্ত্রী দুঃখিত ছিলেন,—এমন কি, প্রাণপৰ্য্যন্ত পরিত্যাগের সংকল্প করিয়াছিলেন। সে সময়ে রাজান্তঃপুরের অনেক স্ত্রীলোক সংস্কৃত জানিতেন। লক্ষ্মণসেনের স্ত্রী আপনার মনোভাব প্রকাশ করিয়া একটা শ্লোক রচনা করেন, বল্লালসেন দৈবাৎ সেই শ্লোকটী দেখিতে পাইয়া উদ্বিগ্ন হন । শ্লোকটী এই— “পতত বিরতং বারি নৃতান্তি শিখিনো মুদা। অদ্য কান্তঃ কুতাস্তে বা দুঃখশাস্তিং করোতু মে।” বল্লালসেন, লক্ষ্মণসেনকে বিক্রমপুর হইতে শীঘ্ৰ আনিবার জন্ত কৈবৰ্ত্তদের প্রতি আদেশ করেন । কৈৰত্ত্বের লক্ষ্মণসেনকে শীঘ্র বিক্রমপুর হইতে গৌড়ে অনিয়ন করে । বল্লালসেন সন্তুষ্ট হইয়া তাহাদিগকে জলাচরণীয় করেন । তদবধি কৈবৰ্ত্তদের হালিকশাখা জলাচরণীয় হইয়াছে। ইহা আনন্দভট্টের কথা । কৈবর্তের রাজকীয় নৌবিভাগে কাৰ্য্য করিত। তাহার রাজাজ্ঞায় অতি অল্প সময়ের মধ্যে লক্ষ্মণসেনকে বিক্রমপুর হইতে গৌড়ে আনয়ন করিতে সমর্থ হইয়াছিল। শুনা যায়, ভৈরব ও ভাগীরথীর মধ্যবৰ্ত্তী বিভাগে কৈবর্তগণ আধিপত্য করিত। এই ভূভাগের কিয়দংশকে লাটদ্বীপ ও কিয়দংশকে কঙ্কদ্বীপ বলিত। স্থৰ্য্য নামক একজন প্রবল কৈবৰ্ত্তরাজের নাম পাওয়া যায়। বল্লালসেন, মহেশ নামক কৈবর্তকে ‘মহামাগুলিক উপাধি দিয়া দক্ষিণঘাটে প্রেরণ করেন ।

  • ভীম ওঝা, বল্লtলসেনের পুরোহিত ছিলেন । গৌড় নগরের নিকট কালিয়। BBB BBB BB DD S DBBB BBSBBD BD DBD DDD DD BB DBBDS বৰ্ত্তমান পৰিল। জেলায় পুৰ্ব্ব দক্ষিণভাগে স্থিত ছাতক গ্রামে গির বাস করেন ।