পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/২৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫి 6 \ు গৌড়ের ইতিহাস । এই ভূমি নারায়ণ ভট্টারকের উদ্দেশে প্রদত্ত হইয়াছিল। ইহা তিন দ্রোণ পরিমিত ভূমিতে পঞ্চাশং পুরাণ মূলোর শস্তোৎপাদন করিত। পূৰ্ব্ববাঙ্গালায় এখনও দ্রোণ পরিমাণ প্রচলিত আছে, বি ৪৬২ তে এক দ্ৰোণ জমি হয় । - তাম্রশাসন-বর্ণিত দ্রোণের সহ বৰ্ত্তমান দ্রোণের ঐক্য আছে কি না, তাহ! জানা যায় নাই। পুরাণশব্দের অর্থ কার্ষাপণ অর্থাৎ কাহন । এই কাহন সামান্ত কপর্দকের দ্বারা গণিত হইত না ; ইহা এক প্রকার স্বর্ণমুদ্রা ছিল । তাম্রশাসন বর্ণিত ভূমি উগ্ৰমাধবপদীয় স্তম্ভাঙ্কিত দ্বাদশাধিক হস্তদ্বারা মাপ হইয়াছিল ; বোধ হয় একপ্রকার মাপ-কাঠি বার হাতেরও কিছু অধিক লম্বা ছিল, উহাতে উগ্ৰমাধবপাদীয়স্তম্ভ অঙ্কিত থাকিত । উগ্ৰমাধব এক দেবতার নাম । বোধ হয়, তাহার মন্দিরের নিকটবৰ্ত্তী কোন স্তম্ভের উচ্চতাপরিমিত মানদণ্ডদ্বারা ভূমির দৈর্ঘ্য-প্রস্থ মাপা হইত। ভূমিমাপক রাজকৰ্ম্মচারিগণের কোনরূপ প্রবঞ্চনা করিবার উপায় ছিল না, নিতান্ত মূখ প্রজা ও উগ্ৰমাধব দেবমন্দির সংলগ্নস্তন্ত সমান দীর্ঘ মানদণ্ডদ্বারা আপনাদের ভূমির পরিমাণ হইল কি না, তাহ পরীক্ষা করিতে পারিত । * তাম্রশাসনে সহ দশাপরাধ শব্দ আছে। দশবিধ অপরাধে ভূমির নিষ্করত্ব রহিত করা হইত। এই ভূমি র্যাহাকে দান করা হইয়াছে, তাহার সেই দশ অপরাধও সহ করা হইবে অর্থাৎ তাহার নিষ্কর ভূমি কাড়িয়া লইবে না । সহ দশাপরাধ ও সদশাপরাধ ভিন্ন অর্থে প্রযুক্ত হইয়াছে ? দিনাজপুরের তাম্রশাসন-হুতাশনদেবের প্রপৌত্র, মার্কণ্ডেয় দেবশৰ্ম্মার পৌত্র, লক্ষ্মীধর দেবশৰ্মার পুত্র, ভরদ্বাজগোত্রীয় ভরদ্বাজ অঙ্গিরা— বাৰ্হস্পত্য-প্রবর সামবেদ কোঁথু মশাখাচরণানুষ্ঠায়ী হেমাশ্বরথমহাদানাচার্য্য