সপ্তম অধ্যায় । ૨૦ ૧ ঈশ্বর দেবশয়াকে এই শাসন প্রদত্ত হইয়াছিল। পৌণ্ডবদ্ধনভূক্ত্যন্তঃপাতী বিশ্বহিষ্টী গ্রামখানি হেমাশ্বরথমহাদানের দক্ষিণস্বরূপ দেওয়া হইয়াছিল। এই ভূমিতে সংবৎসরে দেড় শত কপদক পুরাণমূল্যের শস্ত উৎপন্ন হইত। ভূমির পরিমাণও লিখিত আছে, কিন্তু তাহা দুর্বোধ্য। আনুলিয়ার তাম্রশাসন—ইহা বিপ্রদাস দেবশৰ্ম্মার প্রপৌত্র, শঙ্করদেৰ শৰ্ম্মার পৌত্র, দেবদাস দেবশয়ার পুত্র, কৌশিকগোত্রীয় বিশ্বামিত্র-বন্ধুল কৌশিক-প্রবর যজুৰ্বেদকাথশাখাধ্যায়ী পণ্ডিত রঘুদেব শৰ্ম্মাকে নারায়ণ ভট্টারকের উদ্দেশে প্রদত্ত হইয়াছে। প্রদত্ত ভূমি পৌণ্ডবৰ্দ্ধনভূক্ত্যস্ত:পাতী ব্যাস্ত্রতটস্থিত মাথুরিয়াখণ্ডক্ষেত্র । প্রদত্ত ভূমিতে সম্বৎসরের এক শত কপদক পুরাণমূল্যের শস্তোৎপাদন হইত। সকল তাম্রশাসনেই ভূমির চতুঃসীমা, ভূমির পরিমাণ, উৎপন্ন শস্তের পরিমাণ ও উৎপন্ন শস্তের মূল্য লিখিত আছে। দুঃখের বিষয়--ইহা সুন্দর রূপে বুঝিতে পারা যায় না, বুঝিতে পারা গেলে সে সময়ের অনেক ঐতিহাসিক তথ্যের উদ্ধার হইত। ভূমির পরিমাণের যে প্রণালী বঙ্গদেশে প্রচলিত আছে, তাহা বোধ হয়, সেনরাজগণের সময় প্রবৰ্ত্তিত হয় । দক্ষিণাপথের প্রণালী সেনরাজগণ বঙ্গদেশে প্রবর্তন করেন । তিনখানি তাম্রশাসনে চট্টভট্ট প্রবেশ নিষিদ্ধ হইয়াছে। তৃণযুতি গোচরস্থ সসাটবিটপ, সজল স্থল, সগৰ্ত্তোষর, সগুবাক নারিকেল, ভূমির এক একটা বিশেষণ দৃষ্ট হয়। প্রদত্ত ভূমি হইতে কোন রাজকর গৃহীত হইবে না লিখিত আছে । রাজা মহামুদ্রাধিকৃত মহাগণস্থ রাজন্তুক অন্তরঙ্গ দোঃ সাধিক রাষ্ট্ৰী বৃহদুপরিক গোল মিক রাজপুত্ৰ মহাক্ষপটলিক দণ্ডপাশিক
পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/২৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।