পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

←Ꮌ8 গৌড়ের ইতিহাস । মাধবদেনের নাম কাটিয়া কেশবসেনের নাম খোদিত হইয়াছে । এই তাম্রশাসন হইতে নিম্নলিখিত বিষয় গুলি জানা যায় :-( ১ ) কেশবসেন সেীর ছিলেন । র্তাহার পরিচয়ে আছে —“সমস্ত সুপ্রস্তুপেত অশ্বপতিগজপতি নরপতি রাজ্যত্রয়াধিপতি সেন কুলকমল বিকাশভাস্কর সোমবংশ প্রদীপ-প্রতিপন্নদান কর্ণ সত্য ব্ৰত গাঙ্গেয় শরণাগতবজপঞ্জর পরমেশ্বর পরম ভট্টারক পরম সৌর মহারাজাধিরাজারিরাজ ঘাতুক শঙ্কর গৌড়েশ্বর” । t ( ২ ) সেন-রাজগণের প্রত্যেকের ‘শঙ্কর গৌড়েশ্বর’ উপাধি मृट्टे इब्र । (৩) এই তাম্রশাসন জম্বুগ্রাম পরিসর জয়ন্ধাবার হইতে প্রদত্ত হইয়াছিল। ( s ) তাম্রশাসনে লিখিত ভূমি পুণ্ড বৰ্দ্ধন ভুক্ত্যন্তঃপাতী বঙ্গে বিক্রমপুর বিভাগে ছিল। পাল-রাজগণের তাম্রশাসনে পুণ্ড বৰ্দ্ধন ভুক্তি, তীরভূক্তি ও শ্ৰীনগর ভুক্তি—এই তিনটা ভুক্তির নাম পাওয়া গিয়াছে। সেন-রাজগণের তাম্রশাসনে পুণ্ড বৰ্দ্ধন ভুক্তি ব্যতীত অন্ত কোন ভুক্তির নাম পাওয়া যায় নাই । ইহাতে স্পষ্টই বোধ হইতেছে,— সেন-রাজগণের রাজ্যাপেক্ষা পাল-রাজগণের রাজ্য বড় ছিল । বঙ্গের বিক্রমপুর প্রদেশ পুণ্ড বৰ্দ্ধন ভুক্তির অন্তঃপাতী ছিল। কেশবসেনের সময় কেবল বিক্রমপুর প্রদেশ সেন-রাজগণের অধিকারভুক্ত ছিল ;– অন্ত অংশ মুসলমানের করায়ত্ত করিয়া লইয়াছিল । (৫) বাৎস্ত গোত্রীয় ভার্গবচ্যবন-আপ্লবৎ-ঔৰ্ব্ব জামদগ্ন্য-প্রবর পরাশর দৈবশৰ্মার প্রপৌত্র, গর্ভেশ্বর দেবশৰ্মার পৌত্র বনমালী দেবশৰ্ম্মার পুত্র ঈশ্বর দেবশৰ্ম্মাকে ভূমিদান করা হইয়াছে। ঈশ্বর দেবশৰ্ম্মার ‘শ্রীতি-পাঠক বিশেষণ আছে।