পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/২৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミミや গৌড়ের ইতিহাস । ইহারা ছোটনাগ পুর হইতে এদেশে আসিয়া বাস করিয়াছে। দোসাদজাতি, বোধ হয়, প্রাচীন শবর জাতির শাখা হইবে । চাষ ধোপা দ্রাবিড়ের অনাৰ্য্যজাতিসস্থত । মল্পজাতি পশ্চিম বাঙ্গালার এক প্রাচীন অধিবাসী ; এখন উহাদিগকে মাল বলে । আলোচনা দ্বারা জানা গিয়াছে, বাঙ্গালার শ্রেষ্ঠজাতিদিগের হ্যাদিপুরুষগণ কেহই বাঙ্গালার আদিম অধিবাসী নহেন । ঠাহীরা মিথিল,— কান্যকুব্জ, অযোধা, বারাণসী, মগধ, মহারাষ্ট্র, দ্রাবিড়, মধ্যভারত, উৎকল প্রভৃতি হইতে বঙ্গদেশে উপনিবিষ্ট হইয়াছেন। সকলে অবশু এক সময়ে আইসেন নাই। বিস্তীর্ণ গৌড়-সাম্রাজ্যের বঙ্গ, বরেন্দ্র, রাঢ়ের উত্তর ও দক্ষিণভাগ, পঞ্চকোট, মঙ্গলকোট প্রভৃতি স্থানে বাসহেতু, ঐ সকলজাতি উত্তরবারেন্দ্র দক্ষিণ-বারেন্দ্র, উত্তররাঢ়ী, দক্ষিণ-রাঢ়ী, বঙ্গজ প্রভৃতি নানাশাখায় বিভক্ত হইয়াছেন । সদ্‌গোপ, তিলী, তাম্বলী তস্তুবায়, গন্ধবণিক প্রভৃতি জাতির কুলগ্রন্থের উপক্রমে শূন্তমূৰ্ত্তি, সদ্ধম্মনিরঞ্জনের স্তব থাকায় বোধ হয়, ইহারা বৌদ্ধ হইয়াছিল,—পুনরায় হিন্দুধৰ্ম্ম অবলম্বন করিলেও, পূৰ্ব্বতন বৈশুজাতিত্ব প্রাপ্ত হয় নাই। ইতিহাসে বাঙ্গালীর স্থান । মুসলমান অধিকারের পূর্ব পর্যন্ত ভারতের পূর্বাংশের সমস্ত বাণিজ্য বাঙ্গালীর হস্তগত ছিল। গ্রীস্, আরব, মিসর, পারস্ত প্রভৃতির লোক বাণিজ্য-পোতযোগে পশ্চিমভারতে বাণিজ্য করিতে আসিতেন ; ঐ সকল বাণিজ্য-পোত তাহাদেৱ নিৰ্ম্মিত ছিল না । কিন্তু বাঙ্গালীরা আপনাঙ্গের নিৰ্ম্মিত বাণিজ্য-পোতযোগে-মাৰ্ত্তাবান, জাবা, চীন, জাপান প্রভৃতি বস্থতর দেশে বাণিজ্য করিতে যাইতেন। আসিয়ার পূর্ব অঞ্চলে ধৰ্ম্মমন্দিরের