ه أو لا অশুদ্ধ শুদ্ধ পৃষ্ঠা পঙক্তি ব্রাহ্মণগণকে ব্রাহ্মণকে ১৭৩ S শক্তিসক্ষম শক্তিসঙ্গম ১ ৭৮,১ ৯২ २९,२१ কুচ্চীনামা কুচ্চীনামা >* 。 : '), জঙ্গল জঙ্গম ליל כל ›ዓ বস্ত্রভ্যস্তর বস্ত্রাভস্তর ': * ఫి Ş ১৯২ পৃষ্ঠার শেষ পর্ভূক্তির “বলিয়ার” পর নিম্নলিখিত অংশটুক পডিতে হইবে,—তাহার প্রতি বিরল ছিল। উত্তরাটীয় কায়স্থ কুল পঞ্জিকামতে বল্লালের অনাদিবর সিংহবংশীয় অন্ততর মন্ত্রী ব্যাসসিংহ ও দেবদত্ত বশীয় বহুতর দত্ত, বল্লালের মতের সমর্থন না করায় প্রাণ পৰ্য্যন্ত হারাইয়াছিলেন । ব্যাস সিংহের এই সৎকার্য্যের জন্য ঠাহীর পিতা লক্ষ্মীধর সিংহ, যে কায়স্থ সমাজের সমাজপতি ও করণগুপী হন, সেই সমাজ উত্তর রাঢ়ীয় কায়স্থ নামে খ্যাত হয় । বল্লালানুগত সম্প্রদায়েব দক্ষিণ রাঢ়ী নাম হয়। বারেন্দ্ৰঢাকুর গ্রন্থ পাঠে জানা যায়, বল্লালের মত সমর্থন না করায় নিগৃহীত হওয়ার ভয়ে বহু কায়স্থ উত্তরবঙ্গের সুদূর প্রদেশে পলায়ন করেন এবং জটাধর নাগের অশিয়ে একটা পৃথক সমাজের গঠন করেন। এই সমাজের বারেন্দ্র কায়স্ত সমাজ নাম হয় । উক্তবর্ণন সমূহ কতদূর সত্য এখন নিশ্চয় করা কঠিন— অশুদ্ধ @和 পুষ্ঠা পঙক্তি দীঘিকা দীৰিক 为岔8 S $ () 5కి ు ఘో 8 לכ বলিতে বলিত సెసి ২৩ গিরয়াং গিরাং > お° > ネ কবিত্মাপতি কবিক্ষুন্নাপতি 3 ఫిసి సె সুহ্মারাজ্য স্বাক্ষরাজ্য 3 в о yo স্বভোদল্পী শুভোদয়া रे ● २ 3. লক্ষ্মণসেনেদেব লক্ষ্মণ সেনদেব
পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।