পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । ·G. স্থাপিত রাজ্যগুলির অঙ্গ, বঙ্গ, পুণ্ড, সুহ্ম ও কলিঙ্গ নাম হয় । রামায়ণে আছে—হর-কোপানলে মদন ভস্মীভূত হইয়া যে স্থানে অঙ্গ ত্যাগ করেন, সে স্থানের অঙ্গ নাম হয় । মহাভারতের আদিপর্বে আছে, চেদি দেশের রাজা উপরিচর বসুর পুত্র বৃহদ্রথের অধীন থাকিয়া বৃহদ্রথের কনিষ্ঠ অঙ্গ যে স্থান শাসন করিতেন, তাহার অঙ্গ নাম হয়। অতএব বলি রাজার পুত্র অঙ্গের নামানুসারে যে অঙ্গদেশের নাম হইয়াছে, ইহা প্রাচীন কালেও সৰ্ব্ববাদসম্মত ছিল না। তবে ইহা সম্ভব যে, বালেয় ক্ষত্রিয়গণ বৰ্ত্তমান বালিয়া জেলা হইতে অঙ্গদেশে মুসিয়া আৰ্য্য-সভ্যতা বিস্তার করেন। রামায়ণ পাঠ করিলে বোধ হয়, পূৰ্ব্বে অঙ্গদেশ যেন কিছু পশ্চিমদিকে বিস্তৃত ছিল, মহাভারত-যুগে যেন কিছু পূৰ্ব্বদিকে সরিয়া আসিয়াছিল। রামায়ণে অঙ্গরাজ লোমপাদ-দশরথের নাম আছে । তিনি অযোধ্যাধিপতি দশরথের সখা ছিলেন। লোমপাদ, বলি-পুত্র অঙ্গের অধস্তন ষষ্ঠ পুরুষ । লোমপাদ অযোধ্যাপতি দশরথের কন্যা শান্তাকে পালন করেন। বিভাণ্ডক ঋষির পুত্র ঋষ্যশৃঙ্গ শাস্তার পাণিগ্রহণ করেন। মালিনী ও চম্পা অঙ্গরাজ্যের দুইটি প্রধান নগর ছিল। . লোমপাদের প্রপৌত্র চম্প হইতে অঙ্গের রাজধানী চম্পার নাম হয়। ভাগবত মতে ইক্ষাকু-বংশীয় হরিতের পুত্ৰ, চম্প, চম্পানগর স্থাপন করেন। বনপর্বে তীর্থ-বর্ণন

  • "অঙ্গোৰঙ্গঃ কলিঙ্গশ্চ পুণ্ডঃ হুহ্মশ্চ তে স্বতাঃ ।

তেষাং দেশাঃ সমাখ্যাতঃ স্বনাম। কথিত ভুবি।” भश्छांब्रङ, वांनेि * • ata ,+ "বলি: স্বতপসে জজ্ঞে অঙ্গ বঙ্গকলিঙ্গকাঃ । স্বহ্ম পৌণ্ডশ্চ বালেয়া অনপান শুখাঙ্গত: (গরুড়পুরাণ ১৪৪জ)