পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 গৌড়ের ইতিহাস । প্রসঙ্গে পুলস্ত্য ঋষি ভীষ্মদেবকে চম্পানগরীর নিকটবৰ্ত্তী ভাগীরথী এবং চম্পানদীর সঙ্গম-স্থলে প্লক্ষ নামক তীর্থে স্নান করিতে বলিয়াছেন । ইহার পর চম্পা জৈনতীর্থ হয় । উপবাই স্থত্র নামক জৈন উপাঙ্গে রাজা শ্রেণিক ও তৎপুত্র কোণিকের নাম আছে কোন কোন জৈন গ্রন্থে এই কোনিককে চম্পানগরের স্থাপনকর্তা বা সংস্কারকর্তা বলা হইয়াছে। ত্রিকাগুশেষ অভিধানের মতে চম্পার অপর নাম পুষ্পবতী । হরিবংশে অঙ্গদেশের, ১ । অঙ্গ ২ । দধিবাহন ৩ । দিবিরথ, ৪ । ধৰ্ম্মরথ, ৫ । চিত্ররথ, ৬। দশরথ লোমপাদ, ৭ । চতুরঙ্গ, ৮। পৃথু লাক্ষ, ৯। চম্প, ১• । হর্যক্ষ, ১১ । ভদ্ররখ, ১২ । বৃহৎৰুৰ্ম্ম, ১৩ । বৃহদৰ্ড, ১৪ । বৃহন্নলা, ১৫ । জয়দ্ৰথ, ১৬ । দৃঢ়রথ, ১৭ । বিশ্বজিৎ এবং ১৮ । কর্ণ এই অষ্টাদশ রাজার নাম আছে । পূৰ্ব্বকালে পৌরবনামক রাজা অঙ্গদেশে রাজত্ব করিতেন। লিখিত আছে, তিনি অশ্বমেধ যজ্ঞ করিয়া লক্ষ অশ্ব, সহস্র গজ, সহস্ৰ গো, লক্ষ স্বর্ণমালা দান করেন। সমুদায় আর্যভূমিতে তিনি দাতা বলিয়া বিখ্যাত ছিলেন । জৈনগ্রন্থে চম্পার দধিবাহন ও শ্ৰীপাল নামক জৈন রাজার উল্লেখ আছে । চম্পের অতি বৃদ্ধ প্রপৌত্র বৃহন্নলার বিজয় নামক পুত্র জন্মে। তিনি ব্ৰহ্মক্ষত্রোত্তর বিশেষণে বিশেষিত হইয়াছেন । ইনি অতি প্রসিদ্ধ রাজা ছিলেন। বিজয়ের প্রপৌত্র-পুত্র অধিরথ স্থত-বৃত্তি অবলম্বন করায়, . ক্ষত্ৰিয়সমাজে নিন্দিত হন। অধিরথ কর্ণকে প্রতিপালন নে বলিয়া কর্ণের সুতপুত্র নাম হয়। অঙ্গরাজ্য কৌরব সাম্রাজ্যের অধীন ছিল। ছর্য্যোধন হস্তিন নগর