প্রথম অধ্যায় । む বাসী কর্ণকে অঙ্গরাজ্য প্রদান করেন। কর্ণ অঙ্গরাজ্যে সৰ্ব্বদা উপস্থিত থাকিতেন না । তিনি হস্তিনায় থাকিয়া পাগুবদিগের বিপক্ষে কৌরবগণের সহায়তা করিতেন। মগধেশ্বর জরাসন্ধ কর্ণের সহ দ্বৈরথ-যুদ্ধে সন্তোষলাভ করিয়া তাহার সহিত সন্ধিস্থাপন করেন । একজন ম্লেচ্ছ রাজা কর্ণের অধীন ছিলেন । মহাভারতে কর্ণের বস্তুসেন ও বৃষ নাম দেখা যায়। কুরুক্ষেত্র-যুদ্ধে কর্ণ এবং তাহার বৃষসেন ও বৃষকেতু নামক পুত্রদ্বয় নিহত হন। কর্ণের আরও কয়েকটি পুত্র ছিলেন। কুরুক্ষেত্রযুদ্ধাবসানে তাহারা পাণ্ডবদের স্নেহভাজন হইয়া অঙ্গরাজ্য ভোগ করিতে থাকেন। কর্ণ-বংশীয়ের দানশক্তির জন্য বিখ্যাত ছিলেন । রাঢ় দেশও মধ্যবাঙ্গালার উত্তরাংশ কর্ণবংশীয়গণের অধীন ছিল । সুলতান গঞ্জের ইষ্ট ইণ্ডিয়া রেলওয়ে ষ্টেসনের অদূরে পশ্চিমদিকে কর্ণগড় নামক দুর্গের ভগ্নাবশেষ আছে। কর্ণের সময় অঙ্গরাজ্যের আচার-ব্যবহার আর্য্যগণের প্রশংসনীয় ছিল বলিয়া বোধ হয় না । মহাভারতের কর্ণপর্বে শল্যের সহিত কর্ণের বচসা-কালে উভয়ে উভয়ের রাজ্যের আচার-ব্যবহারের নিন্দ করিয়াছেন। অথৰ্ব্ব সংহিতায় নিন্দাচ্ছলে অঙ্গের নাম আছে । * বুদ্ধদেবের সময় আৰ্য্যাবৰ্ত্তে, যে অঙ্গ, মগধ, কাশী, কোশল, বজ্জি, মল্ল, চেদি, বৎস, কুরু, পঞ্চাল, মৎস্ত, শূরসেন, অশ্বক, অবন্তী, গান্ধার, ও কাম্বোজ নামে ষোলটী প্রসিদ্ধ রাজ্য ছিল,—অঙ্গ তাহাদের অন্যতম। মহাবীর বুদ্ধদেবের সময় ব্রহ্মদত্ত অঙ্গদেশের রাজা ছিলেন। বুদ্ধদেব • চরণব্যুহ ভাবে আছে, অঙ্গ বঙ্গ ও কলিঙ্গের ব্রাহ্মণের রাজসনেয়ী সংহিতার মাধ্যন্দিনী শাখাভূক্ত। 强
পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।