কৃতজ্ঞতা প্রকাশ আমি যখন এই গ্রন্থ রচনা করিয়া কিরূপে ইহার মুদ্রণব্যয় সংগ্ৰহ করিব, ভাবিতেছিলাম, তখন মালদহের জমিদার শ্ৰীযুক্ত কৃষ্ণলাল চৌধুরী ও স্বৰ্গীয় হরিশ্চন্দ্র চৌধুরী মহাশয় ইহার মুদ্রণের সম্পূর্ণ ব্যয়ভ, বহনে স্বীকৃত হইয়াছিলেন । র্তাহারা অর্থ সাহায্য না করিলে ইহা কো কালে মুদ্রিত হইত না । ত্রযুক্ত কৃষ্ণলাল বাবু ও হরিশ বাবুর সৌজন্য ; বিদ্যোৎসাহিতার বিষয় এদেশে বিশেষরূপে প্রসিদ্ধ । রঙ্গপুর, কুন্ত্রীর ভূম্যধিকারী, সাহিত্য-পরিষদের সুযোগ্য সম্পাদক বিদ্যোৎসাহী উত্তরবঙ্গের পুরাতত্ত্বানুসন্ধানে অগ্রসু শ্ৰীযুক্ত স্বরেন্দ্রচন্দ্র রায় চৌধুরী মহাশয়, যাহাতে এই গ্রন্থখানি সত্বর ও সুন্দর রূপে মুদ্রিত হয়, তাহার তত্ত্বাবধানের ভার গ্রহণ করায় আমি তাহার নিকট চিরকৃতজ্ঞ থাকিলাম । সানন্দে এই গ্রন্থ রঙ্গপুর-সাহিতা-পরিষদের গ্রন্থাবলী ভুক্ত করিতে সম্মত হইলাম, আমার প্রিয় ছাত্র স্বৰ্গীয় বিমলাপদ চট্টোপাধ্যায় জীবিত থাকিলে এই গ্রন্থের বিস্তর উৎকর্ষ সাধিত হইত, কিন্তু সে পথ ভুলিয়া স্বর্গের খেলা ছাড়িয়া পৃথিবীতে আসিয়াছিল, আবার সেই দেব শিশু স্বস্থানে গিয়াছে। আমার এই ক্ষুদ্র গ্রন্থে তাহার নাম চিরসংযুক্ত থাকে, এই আমার কামনা । বিশ্বকোষ হইতে বিস্তর সাহায্য পাইয়াছি। মুকদুমপুর, মালদহ ১৩১৭ বঙ্গাব্দ y শ্রীরজনীকান্ত চক্রবর্তী । ১লা বৈশাখ ।
পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।