૪૨ গৌড়ের ইতিহাস । শাক্য নামক শাখায় বুদ্ধের জন্ম হয়। বুদ্ধের প্রকৃত নাম সিদ্ধার্থ। ইনি জীবের ক্লেশ দূরীকরণের উপায় নিৰ্দ্ধারণার্থ সংসার ত্যাগ করিয়া উনত্রিংশ বৎসরে সন্ন্যাস অবলম্বন করেন। জ্ঞান-লাভের জন্য কয়েকটি স্থান পরিভ্রমণ করিয়া, গয়া নগরের নিকট উরুবিল্ব গ্রামের বনমধ্যে ছয় বৎসরকাল ধ্যান ধারণা করিয়া, ধৰ্ম্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞানলাভ করেন । এই সময় হইতে র্তাহার বুদ্ধ’ অর্থাৎ জ্ঞানী নাম হয়। বুদ্ধদেব, বারাণসীতে গিয়া, ধৰ্ম্ম প্রচার করিতে আরম্ভ করেন। ইনি বারাণসীর যে স্তানে ধৰ্ম্ম প্রচার করিতে আরম্ভ করেন, তাহার প্রাচীন নাম মৃগদাব বা ঋষিপত্তন— বৰ্ত্তমান নাম সারনাথ। বুদ্ধদেব যখন সংসার ত্যাগ করেন, তখন মহারাজ বিম্বসার মগধের রাজা ছিলেন, এবং ধৰ্ম্ম প্রচারের সময় অজাতশক্ৰ পিতৃহত্যা করিয়া মগধ-সিংহাসন অধিকার করেন । বুদ্ধদেব, পয়তাল্লিশ বৎসর কাল আর্য্যাবর্তের নানাস্তানে ধৰ্ম্ম প্রচার করেন, তিনি পুণ্ড বৰ্দ্ধন, কোটিকপুর ও কর্ণ সুবর্ণেও আগমন করিয়াছিলেন, এরূপ প্রবাদ আছে। তখন বৈদিক যাগযজ্ঞে ও তদনুমোদিত জীবহত্যায় দেশের লোক উন্মত্ত ছিল। বুদ্ধের উপদেশে অনেকে বৈদিক পন্থা ত্যাগ করিয়া তাহার মত অবলম্বন করে । ক্ষত্রিয় ও ব্রাহ্মণদের অনেকে তাহার মতে দীক্ষিত হন । তখন আর্য্য ও অনার্য্যে বহুভেদ ছিল । অনার্য্যগণ অত্যন্ত হেয় ছিল। বুদ্ধের উপদেশে তাহাদের অবস্থার পরিবর্তন হইল । তাহাদের প্রতি ঘৃণার ভাব কমিয়া গেল। বুদ্ধদেব, লোক-প্রচলিত ভাষায় উপদেশ দিতেন, ইহাতে আপামর সাধারণের জ্ঞানলাভের সুবিধা হইত। অশীতি বর্ষ বয়সে পৃথিবীর সর্বপ্রধান ধৰ্ম্মপ্রচারক কুশীনগরে মৃত্যুমুখে পতিত হন ( ৪৭৭ খৃঃ পূঃ) । বৌদ্ধধৰ্ম্মের প্রভাব, সমুদায় আসিয়ায় বিস্তৃত হয়. এখন ভারতবর্ষের সমতল ক্ষেত্র হইতে বৌদ্ধধৰ্ম্ম অন্তৰ্হিত হইয়াছে, হিন্দুধৰ্ম্ম পুনঃ প্রতিষ্ঠিত হইয়াছে ; কিন্তু ইহা প্রাচীন
পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।