পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ 8 গৌড়ের ইতিহাস । দমু্যবৃত্তি করিতেন। একবার যবন জাতির একখানি বাণিজ্য-তরি আক্রমণ করিতে গিয়া, দস্থাদিগের অধিনায়ক সুহ্মের এক রাজকুমার ধরা পড়িয়াছিলেন। ফহিয়ান । চৈনিক পরিব্রাজক ফাহিয়ান তাম্রলিপ্ত হইতে অর্ণবযানে সিংহল যাত্রা করেন । তিনি তাম্রলিপ্ত নগরে বহু বণিক-সমাগম দেখিয়াছিলেন । ফাহিয়ান বলিয়াছেন,—“তাম্রলিপ্তের অশোকস্তম্ভ দুই শত ফাট উচ্চ । নীল, রেশম প্রভৃতি পণ্যদ্রব্য এখান হইতে সমুদ্রপথে নানাদেশে প্রেরিত হইত। ময়ূরবংশীয়দিগের রাজবাট আট বর্গ মাইল স্থান পরিব্যাপ্ত, এবং প্রাকার ও পরিখা দ্বারা পরিবেষ্টিত সুদৃঢ় দুর্গ ছিল। এক্ষণে তৎসমুদয়ের কোন চিহ্ন নাই। ৫২৬ খ্ৰীষ্টাব্দে আচাৰ্য্য বোধিধৰ্ম্ম তমোলুক হইয় সমুদ্রপথে চীনদেশে কাণ্টন নগরে যাত্রা করেন। হর্ষ-চরিতে আছে, দেবরানুরক্তা দেবকী বিষচর্ণচুম্বিত মকরন্দ কর্ণেন্দীবর দ্বারা মুক্ষপতি দেবসেনকে বিনষ্ট করেন। হোয়েন সাঙ্গ-বর্ণিত তাম্রলিপ্ত রাজ্যের পরিবেষ্টন ১৫০০ মাইল। তাহার বর্ণনা মতে, এই রাজ্যের ভূমি নিম্ন ও উর্বরা ; স্থানটি গ্রীষ্মপ্রধান , এখানে প্রচুর শস্ত ও ফলমূল জন্মে ; অধিবাসিগণ ক্ষিপ্রকারী, চঞ্চল, সাহসী ও পরিশ্রমী ; রাজ্যের সঙ্ঘারামে প্রায় এক সহস্ৰ আচাৰ্য্য বর্তমান ছিলেন ; পঞ্চাশটি. হিন্দুদেবমন্দির ছিল ; তথায় নানা সম্প্রদায়ের আচাৰ্য্য বাস করিতেন ; এখানে যথেষ্ট মণি-মুক্ত সংগৃহীত হইত ; তজ্জন্ত লোক সমৃদ্ধিশালী ছিল ; রাজধানীর নিকট অশোকস্ত,প বর্তমান ছিল ; স্তুপের নিকট চারজন বুদ্ধের অবস্থান ও ভ্রমণের চিহ্ন বর্তমান ছিল। . বর্তমান মেদিনীপুর জেলা প্রাচীন সুহ্মের অন্তর্গত। এই জেলার