প্রথম অধ্যায় । సిన পৰ্ব্বতে পরশুরাম আসিয়া বাস করিয়াছিলেন । প্রাচীন কালেই এদেশে আর্য্যদিগের এক উপনিবেশ স্থাপিত হয়। এখানকার রাজা শ্রুতায়ু কুরুক্ষেত্র যুদ্ধে দুৰ্য্যোধনের পক্ষে থাকিয়া ভীমের হস্তে নিহত হন। মহা ভারত-যুগে রাজপুর, দন্তপুর, মণিপুর, কুম্ভবতী, কাঞ্চননগর, পিষ্টপুর কলিঙ্গের প্রধান নগর ছিল। মণিপুর নগরে বক্রবাহন রাজত্ব করিতেন। বাঙ্গালার পূর্বপ্রাস্তবৰ্ত্তী মণিপুর বক্রবাহনের মণিপুর নহে, তাহার প্রকৃত নাম মিতাই দেশ। দন্তপুরে বুদ্ধদেবের দন্ত আনীত ও রক্ষিত হইয়াছিল। ( ৫৪৩ খৃঃ পূঃ )। যখন গুহশিব দন্তপুরে রাজত্ব করিতেছিলেন, তখন পাণ্ড নামক রাজা পাটলীপুত্রের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। পাও, দন্তপুর হইতে বুদ্ধের দস্ত হরণ করিয়া লইয়া যান কিন্তু পরে তাহা প্রত্যপণ করিতে বাধ্য হন । গুহশিবের জামাতা ও দুহিতা ঐ দন্ত লইয়া সিংহলে গমন করেন। উৎকল ৫ উৎকল, উড় বা ওড় এবং উড়িষ্যা নামে এই প্রদেশ নানাস্থানে পরিচিত। উড়িষ্যার পুরুষোত্তম ক্ষেত্রের মহাবেদী ও যাজপুর তীর্থস্থান বলিয়া মহাভারত-যুগে প্রসিদ্ধ ছিল । এই জন্য বোধ হয় প্রাচীনকালেই আর্য্যগণ তথায় উপনিবিষ্ট হন। তবে বহু অনার্য্যের মধ্যে পড়িয়া উৎকলের আর্য্যগণ আপনাদিগের আচার ব্যবহার অবিকৃত রাখিতে সমর্থ হন নাই। দীর্ঘকাল পরে আবার এইদেশে আর্য্যোপনিবেশ নুতন প্রভাবে স্থাপিত হয়। বরাহমিহির উড় ও উৎকল এই দুট দেশের নাম লিখিয়াছেন। ফুটাই ক্ষুদ্র প্রদেশ ছিল, পরে এক দেশ হইয়া যায়। 鬱 拳 * হরিবংশ ১০ম অধ্যায়ে আছে, মনুবংশীয় স্বদ্যুম্ন রাজার পুত্র উৎকলের লামানুসারে উৎকল দেশের নাম হয়।
পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।