প্রথম অধ্যায় । ૨G: বঙ্গদেশে কোন সময়ে বৌদ্ধধৰ্ম্ম প্রচারিত হইয়াছিল। কণিষ্কের সময়* অঙ্গ বঙ্গ ও কলিঙ্গে মহাযান মত প্রচলিত হয় । অঙ্গ বঙ্গ কণিষ্ক-পুত্র হুবিন্ধের সাম্রাজ্যের অন্তর্গত হইয়াছিল। ইহার পর মিহিরকুল + বঙ্গদেশ জয় করিয়াছিলেন বলিয়া অনুমিত হয়। মহারাজ প্রথম চন্দ্রগুপ্তের সময় পুষ্করাধিপতি চন্দ্রবর্ম বঙ্গদেশ জয় করেন। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে চন্দ্রবর্ঘার শিলালিপি পাওয়া গিয়াছে। খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে রচিত কালিদাসের রঘুবংশে লিখিত আছে যে, রঘু স্ববিক্রমে বঙ্গীয়দিগকে উৎখাত করিয়া কলিঙ্গাভিমুখে গমন করিয়াছিলেন। ; বহুংখ্যক নৌকা লইয়া বঙ্গীয়গণ রঘুকে বাধা দিয়াছিল। রঘু তাহাদিগকে উৎখাত করিয়া, গঙ্গার স্রোতোস্তরে জয়স্তম্ভ নিখাত করিয়াছিলেন। কালিদাস, বোধহয়, সমসাময়িক কোন রাজার দিগ্বিজয়-ব্যাপার রঘুতে আরোপিত করিয়াছিলেন। অনন্তর খৃষ্টীয় পঞ্চম শতাব্দীতেও সুবিস্তীর্ণ গঙ্গার জলরাশির মধ্য হইতে নূতন নূতন দ্বীপের উৎপত্তি হইতেছিল । বর্তমান যশোর, ফরিদপুর, বাখরগঞ্জ, নোয়াখালি, খুলনা, ২৪ পরগণা এই সকল জেলা কতিপয় দ্বীপের সমষ্টিমাত্র। ভূতত্ত্ববেত্তার অনুমান করেন—
- কপিঙ্ক একজন বিখ্যাত শক রাজ। ইনি বৌদ্ধধৰ্ম্ম গ্রহণ করিয়ছিলেন । খৃষ্টীয় প্রথম শতাব্দীতে ইনি পুরুষপুর নগরে অর্থাৎ বৰ্ত্তমান পেশোয়ারে রাজত্ব করিBD S DDBBB DuB BBB BBD uS BB BBBBB BBBB BBBBB S
+ মিহিরকুলও একজন বিখ্যাত শক রাজ । পঞ্জাবের শাকল নগরে ই হার রাজধানী ছিল। ইনি যশোধৰ্ম্ম বিক্রমাদিত্য কর্তৃক ৫৩৩ খৃষ্টাব্যে করুরের ভয়ানক যুদ্ধে পরাজিত হইয়া হত প্ৰভ হন। দেবী ভাগবতে আছে (৪র্থ স্কন্ধ ৮৯ অধ্যায়), গঙ্গাতীরে অনেক নগর, গোষ্ঠ, আকর, গ্রাম, ক্ষুদ্রপল্পী, চণ্ডালপল্লী, কুণ, বঙ্গ, থস এমন কি ম্লেচ্ছ পর্য্যস্ত বহু জাতি বাস করে। যখন পুরাণ রচিত হয়, তখন বঙ্গ জাতি গঙ্গাতীরে বাস করিত। কালিদাস उोशंजैब्र भग्नाछइ-बूडास्त्र ब्रिलिश्फ कब्रिम्लएझ्न। किब्राउ 3. 'रुब्रभित्क (झझ बज्ञा • ट्र्ईुझ ?