৩২ গৌড়ের ইতিহাস । কান্ত হইতে সাগরতীর পর্য্যন্ত সমুদয় স্থান অধিকার করে । কতকগুলি পাৰ্ব্বত্য প্রদেশে প্রবেশ করে । আসাম ও বাঙ্গালার সীমান্তে পাৰ্ব্বত্যপ্রদেশে যে সকল নাগা, খাসিয়া, গারে ও কুকি বাস করে, তাহারা বহু পূৰ্ব্বকালে চীন দেশ হইতে আসিয়া আসামের সমতল ক্ষেত্রে বাস করিয়াছিল ; আৰ্য্যদিগের দ্বারা তাড়িত হইয়া পাৰ্ব্বত্য-প্রদেশে আশ্রয় লয় । ঐ সকল জাতির সাধারণ নাম কিরাত । রামায়ণে আছে—চন্দ্রবংশীয় অমূৰ্ত্তরজা, ধৰ্ম্মারণের নিকট প্রাগজ্যোতিষপুর স্থাপন করেন। “তথা মূৰ্ত্তরঞ্জাবীরশচক্রে প্রাগজ্যোতিষং পুরং —১৩৫ ৷ কেহ কেহ অনুমান করেন—কামরূপ নামটী আসামের খাম্বু জাতির নাম হইতে উৎপন্ন । কালিকাপুরাণে আছে—হর-কোপানলে ভস্মীভূত কাম এখানে পুনরায় শরীর প্রাপ্ত হন বলিয়া ইহার কামরূপ নাম হইয়াছে। পুরাণের এই বর্ণনায় কামরূপ প্রদেশের লোকের কামুকতা প্রকাশ পাইতেছে। বাঙ্গলায় কামরূপ সম্বন্ধীয় জনশ্রুতিও এই মতের বিরোধী নহে । যোগিনীতন্ত্র খানিকে কামরূপের ইতিহাস বলা যাইতে পারে। যোগিনীতন্ত্রের মতে কামরূপ রাজ্যের বেষ্টনী ১৭০০ মাইল, হোয়েন সাংএর মতে ১০,০০ • লি অর্থাৎ ১৬৬৭ মাইল ছিল। প্রাগজ্যোতিষপুরের এক অংশে মুর নামক জাতির বাস ছিল। ইহাদের দলপতি বিষ্ণুপাসক কোন আৰ্য্যবীর কর্তৃক নিহত হয়। বিষ্ণুর মুরারি নাম গ্রহণের ইহাই কি মূল ?* संग्र कब्रांब्र बर्ष १शांcम श्रांप्झांभग्नांछएक श्रृंब्रांछिङ कब्र । यांtश्भद्रो छ११ श्रां*मांদিগকে ইএ বংশীয় বলিতেন ।
- কালিকাপুরাণে ৮৬শ অধ্যায় পাঠ করিলে বোধ হয়, এক সময়ে কতকগুলি ভস্মাস্থিধারক লোক, কতকগুলি দুৰ্দ্ধান্ত-প্রকৃতি স্ত্রীলোক সঙ্গে করিয়া কামরূপ হইতে বেদপন্থী আৰ্য্যদিগকে তাড়াইয়া দিয়া কামরূপে আপনাদের পীঠস্থানের প্রতিষ্ঠা করে। অর্ষদের বসিষ্ঠ নামক দলপতি ছিলেন । বসিষ্ঠ, কামরূপ ত্যাগ করিয়া আর্বাদের