প্রথম অধ্যায় । w3)● কালিকাপুরাণে জল্পীশেখর দেবের, করতোয়া নদীর ও লৌহিত্যনদের মাহাত্ম্য বর্ণিত হইয়াছে । নরক, কামরূপে ব্রাহ্মণ আনয়ন করেন। প্রাগজ্যোতিষপুরের অনেক নদ-নদীর আধ্যান মিথিলার সহিত জড়িত। মহাভারতে প্রাগজ্যোতিষপুরের রাজা শৈললেয় বা শৈলালয়, ভগদত্ত ও বজ্ৰদত্তের নাম পাওয়া যায়। সভাপৰ্ব্বে আছে, ভগদত্ত প্রস্তরময় মৃদু ভাণ্ড, বায়ু-বেগগামী অশ্ব সমূহ, হস্তিদন্ত ও মুষ্টিযুক্ত অসি, রাজস্বয়যজ্ঞে মহারাজ যুধিষ্ঠিরকে উপঢৌকন দিয়াছিলেন । আইন-ই-আকবরির মতে, ভগদত্ত কামরূপের প্রথম রাজা হইতে ২৩ পুরুষ পরবত্তী । ভগদত্ত প্রচুর চীন ও কিরাত-সেনা এবং ছদ্ধর্ষ গজ-সৈন্য লইয়া কুরুক্ষেত্রযুদ্ধে কৌরবপক্ষে উপস্থিত ছিলেন। সম্ভবতঃ চীনের কিয়দংশ ভগদত্তের অধীন ছিল,—মুতরাং প্রাগজ্যোতিষপুরের অন্তর্গত ছিল। গৌহাটী হইতে তেজপুর পণ্যস্ত ব্ৰহ্মপুত্রের উপত্যকাভাগে এই বংশের কীৰ্ত্তি-কলাপের অনেক ধ্বংসাবশেষ দৃষ্ট হয়। দেশের জলবায়ু দেশের প্রাচীন কীৰ্ত্তিরক্ষার অননুকূল না হইলে, আসামে প্রচুর প্রাচীন কীৰ্ত্তির ধ্বংসাবশেষ এখনও বর্তমান থার্কিত । খৃষ্টপূৰ্ব্ব-তৃতীয় শতাব্দীতে প্রাগজ্যোতিষপুর একটা প্রকাও রাজ্য ছিল। মেগাস্থিনিসের ইণ্ডিকা গ্রন্থে প্রকাশিত, মানচিত্রে সমুদয় পূৰ্ব্ববঙ্গ লইয়া পশ্চিমোত্তরে মিথিলা ও দক্ষিণ-পশ্চিম মগধ পৰ্য্যন্ত কামরূপরাজ্যের অন্তর্গত বলিয়া চিহ্নিত হইয়াছে । ভগদত্তের বংশ দুৰ্ব্বল হইলে. কোচের প্রধান হইয়া উঠে, আহমজাতি এই প্রদেশ অধিকার করে। অনেকে অনুমান করেন, সঙ্গে সন্ধু চলে গমন করেন অনার্ষ্যদের ভস্মীস্থিধারী দেবতা, শিৰের সঙ্গে মিশান হইয়াছে। স্ত্রীসৈন্যদের অধিনায়িকীগণ উগ্রতার, অপরাজিত প্রভৃতি নাম ধারণ করিয়াছেন । VL)
পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।