পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায় । 'సి স্ত্রী, বালক ধরিয়া লইয়া যাইত। সুন্দরী নারীদিগকে বিবাহ করার চেষ্টা করিত, —বাধা পাইলে সেই নারীর প্রাণবধ করিত। বালকদিগকে চণ্ডিকার নিকট বলি দিত। সেই বলিদানের তিন প্রকার রীতি ছিল ;–১ম, বালককে গাছের ডালে টাঙ্গাইয় অস্ত্রযোগে খণ্ড খণ্ড করা হইত ; ২য়, বালককে নাভি পর্শ্যন্ত মাটীতে পুতিয়া দূর হইতে তীরবিদ্ধ করিয়া মারিয়া ফেলা হইত ; ৩য়,-কুকুর দ্বারা বালকের প্রাণ বধ করা হইত। কখনও কখনও, সমাজ হইতে তাডিত উচ্ছৃঙ্খল প্রকৃতির আর্যাপুরুষ ৪. শবরদিগের সহিত মিশিয়া, দস্তা-বৃত্তি করিত। শবরদিগের দেশ দিয়া রাজগণের গমনাগমন করা ও নিরাপদ ছিল না । সে সময়ে ও, বৌদ্ধ ও ব্রাহ্মণ পরিব্রাজকের তাহাদিগের দেশে জ্ঞান ও ধৰ্ম্ম প্রচারের চেষ্টায় ভ্রমণ করিতেন। ‘দশকুমারচরিত” পাঠ করিলে শবরদিগের অনেক বিবরণ অবগত হওয়া যায়। শুনা যায়— শীতলাদেবী শবরদিগের দেবতা ছিলেন। মহাভারতের অশ্বমেধ পর্বের ২৯তম অধ্যায়ে লিখিত আছে, পুণ্ড গণ জামদগ্ন্যের ভয়ে গিরি-কন্দরে লুক্কায়িত ছিল, ব্রাহ্মণদিগের অদর্শনে বৃষলত্ব প্রাপ্ত হয় ;– “তেষাং স্বৰিহিতং কৰ্ম্ম তদুভয়ান নানুতিষ্ঠতাম্। প্রজাবৃযলতাং প্রাপ্ত ব্রাহ্মণানামদর্শনাৎ ॥ এবং তে দ্রবিড় ভীরা: পুণ্ড,াশ্চশবরৈঃসহ। বৃষলত্বং পরিগতা বুখিানাং ক্ষত্ৰধৰ্ম্মিণ: " কর্ণ পর্বের ২২শ অধ্যায়ে আছে – “পুগুস্তাপততো নাগং চলন্তমিৰ পৰ্ব্বতম্। সহদেব প্রযত্বাত্তৈ নারাচৈ রহনৎ ত্রিভিঃ ॥