পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8や2 গৌড়ের ইতিহাস । দিগের বঙ্গদেশে আগমনে তাহার সে দেশ ত্যাগ করিয়া সমুদ্রোখিত নূতন উৎপন্ন বর্তমান ফরিদপুর, বাখরগঞ্জ ও যশোর প্রদেশে গিয়া বাস করিয়াছে। চন্দেল নামক জাতি পুণ্ড দেশের আদিম অধিবাসী হওয়া সম্ভব। চন্দেলদিগের নামানুসারে চান্দলাই পরগণার নাম হইয়াছে । চন্দেল বা চান্দলাই পরগণাকে পূৰ্ব্বে পৌণ্ড দেশ বলিত ; শব্দকল্পদ্রুমে' পৌণ্ড দেশের চন্দেল নাম আছে। যৌধেয় ও তাহদের সঙ্গে সম্পত্ত আভীর জাতি খৃষ্ট-পূর্ব ৬•• অব্দে পুণ্ড রাজ্য অধিকার করিয়াছিল। সম্ভবতঃ ভড় জাতির আক্রমণের পূৰ্ব্বে আভীরজাতি পুণ্ড রাজ্য আক্রমণ করে। উত্তরবঙ্গে গোয়াল পাড়া, গোয়াল বাড়ী, প্রভৃতি নামের নগরগুলির অধিকাংশ তাহাদিগের স্থাপিত । আভীরদিগের সময়ে পাহাড় পুরে * একটী কালী-মন্দির নিৰ্ম্মিত হয়, এখন ইহার প্রকাগু ভগ্নাবশেষ পতিত আছে ; এত বড় মন্দির প্রায় দেখা যায় না। আভৗরদিগের পূর্বে উড়ম্বর জাতি পুণ্ড, রাজ্য অধিকার করে। উড়ম্বর বা টাড়া পরগণার নামে + সম্ভবতঃ উড়ম্বর জাতির পণ্ডাধিকারের নিদর্শন রহিয়াছে। তাহারা টাড়া অঞ্চলে উড়ম্বর ইক্ষুর চাষ প্রবর্তিত করিয়াছিল। উড়ম্বর জাতির পর রাষ্ট্রজাতি পুণ্ড দেশ অধিকার করে। ইহার পর খৃষ্টীয় প্রথম শতাব্দীর শেষভাগে ভোজ-গোঁড়গণ এই দেশের রাজা হয়। ইহারা নাগ-বংশীয় ছিল। লঘুভারতকারের মতে ইহাৱা পশ্চিমাঞ্চলের গৌড় হইতে এদেশে আগমন করে । “আইনে আকবরি"তে ভোজ-গোঁড়বংশীয়

  • রাজসাহী জেলার বলিহীর নগরের নয় মাইল উত্তর । , t বৃহৎসংহিতায় উড়ঘর রাজ্যের নাম আছে। অতএব খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে উড়ম্বর রাজ্য বর্তমান ছিল । শুর-বংশীয়দের রাজত্বকালে বোধ হয় এই রাজ্যের স্বাতন্ত্র্য

লুপ্ত হয় ।