দ্বিতীয় অধ্যায় । 8 = ভোজ, লালসেন, মাধবসেন, ক্রমস্তসেন, জয়নাথ, পৃথু, গরুড়, লক্ষ্মণ, নন্দভোজ–এই নয়জন রাজার নাম আছে। পুণ্ড রাজ্যের নিকটেই কৌশিকী-কচ্ছ রাজ্য ছিল । কৌশিকী-কচ্ছ রাজ্য পরে পুণ্ড রাজ্যের অন্তর্গত হইয়া যায়। মালদহ জেলার অন্তর্গত গড়হও, অলিহও, ভাণ্ডার, কাণ্ডারণ, কুশিধা, ভালুক ( ভল্লুক ) প্রভৃতি স্থান কৌশিকী-কচ্ছের অন্তর্গত ছিল । বর্তমান গণেশজাতি কৌশিকী-কচ্ছের প্রধান অধিবাসী ছিল । স্থানীয় অবস্থা দেখলে অনুমান হয়, কাণ্ডারণে প্রাচীনকালে একটা প্রকাও বৌদ্ধস্তুপ ছিল। রাজস্থয় যজ্ঞকালে ভীমসেন পুণ্ডাধিপতি বাসুদেব ও কৌশিকী-কচ্ছের রাজা মহৌজাকে পরাজিত করিয়া বঙ্গদেশ জয় করিতে ধাবিত হন । * পূৰ্ণিয়া জেলায় অমুর গড় নামক একটা গড়ের চিহ্ন দৃষ্ট হয়। লোকে বলে, ব্রাহ্মণ জাতীয় পাচটা ভাই অসুরদিগের সাহায্যে এই গড় নিৰ্ম্মণ করেন। পূর্ণিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানায় বেণুগড় নামক অন্ত একটা দুর্গের ভগ্নাবশেষ দৃষ্ট হয়। ইহার সম্বন্ধেও ঐরূপ কিম্বদন্তী আছে। এই সকল দুর্গ ভড় কিম্বা আভীর জাতির নিৰ্ম্মিত হওয়া সম্ভব। চীনপর্যাটক হোয়েন সাং (চৈনিক নাম জেন শো) ৬২৯ খৃষ্টাব্দ হইতে ৬৪৫ খৃষ্টাব্দ পর্য্যস্ত ভারতের নানাদেশ পর্য্যটন কালে পুণ্ড বদ্ধনে উপস্থিত হন। হোয়েন সাংয়ের সময় গৌড়—বঙ্গদেশ, হিরণ্য পৰ্ব্বত ( মুঙ্গের ), চম্পা, কজুথির, পুণ্ড,বদ্ধন, সমতট, তাম্রলিপ্ত ও কর্ণসুবর্ণ এই কয়েকটা রাজ্যে বিভক্ত ছিল । হোয়েনসাং পুগু বদ্ধনের নাম পু—ন্ন--ফ—ত—ন্ন লিখিয়াছেন। হোয়েনসাংএর মতে পুণ্ড,বদ্ধন গঙ্গাতীর হইতে ৬০০ লি অস্তর । } o * সভাপবর্ব-৩eশ অধ্যায় । + ৬ লিতে ১ মাইল ।
পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।