পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। ساس--سےcحGجsسمسمیہ۔ পৌণ্ড ক-বাহদেব-ভদ্র বাহু শ্ৰুতকে বলী-পুওরাজ্যের অধীনতা-পুণ্ড দেশের কয়েকজন রাজ-অশোকের আদেশে জৈনদিগের হত্য-পৌণ্ডবৰ্দ্ধনে সঙ্ঘারামপৌণ্ডবৰ্দ্ধন হইতে কতিপয় ব্রাহ্মণের গুজরাটে উপনিবেশ স্থাপন—পাটলাচণ্ডী ও চণ্ডীপুর—দীবর দীর্ঘী—শশাঙ্কলরেন্দ্র গুপ্ত—হোরেনসঙ্গের সময় কর্ণসুবর্ণ--হঘবদ্ধন— কর্ণসুবর্ণের গুপ্তবংশীয় রাজগণ—তিব্বতীয়গণের বঙ্গ ও মগধ আক্রমণ-পুণ্ড রাজ্যে বৌদ্ধধৰ্ম্মের প্রচার—মধাইসিংহ-রাইহোর।ণী-পুণ্ড রাজ্যের প্রধান নগর । পূৰ্ব্বে উক্ত হইয়াছে যে, পুরাণে পুণ্ড দেশের কোন রাজবংশের বা রাজগণের কোন কথা নাই। পুরাণে পৌণ্ডুক-বাসুদেব নামক এক রাজার নাম পাওয়া যায়। র্তাহাকে কোন স্থানে পুণ্ড দেশের কোন স্থানে করুষদেশের,—কোন স্থানে বা বারাণসীর রাজা বলা হইয়াছে । তিনি বাসুদেবের চিহ্ন ধারণ করিতেন বলিয়া, কষ্ণের সহিত তাহার বিরোধ হয় । পুরাণমতে বাসুদেব, নিষাদ-রাজ একলব্য ও প্রাগজ্যোতিষরাজ নরকের বন্ধু ছিলেন । তিনি অষ্ট সহস্র রথ, দশ সহস্র হস্তী ও বহুসংখ্যক পদাতিক লইয়া কৃষ্ণের বিরুদ্ধে অভিযান করেন, ও তৎকর্তৃক নিহত হন । যুধিষ্ঠিরের রাজস্থয়-যজ্ঞের পূৰ্ব্বে ভীমসেনের সহিত র্তাহার ভয়ানক যুদ্ধ হইয়াছিল। হরিবংশের ১৬২তম অধ্যায়ে আছে, বাসুদেব-পত্নী স্বতনুর* গর্ভে পেণ্ডের জন্ম হয় ও পেগু, নিকটবৰ্ত্তী কোন স্থানের রাজা হইয়াছিলেন। পৈতৃকসম্মানগ্ৰহণাশায় কৃষ্ণ ও পৌণ্ডের বিবাদ হওয়া অসম্ভব নহে। পৌণ্ড, কাশী, করুষ প্রভৃতি হইতুে তাড়িত • স্থভষ্ণু ও বড়ব। পরিচারিক হইয়াও পত্নীরূপে গৃহীত হইয়াছিলেন।