এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
তৃতীয় অধ্যায়। (tన এবং ব্রাহ্মণ-পত্নীর সৌন্দর্য্য-দর্শনে মোহিত হইয় তাহার প্রতি বল প্রকাশে উদ্যত হন । শিবিকাবাহকগণ ভয়ে পলায়ন করে, অশরণ ব্রাহ্মণ-পত্নীর ঐকান্তিক প্রার্থনায় বেদী হইতে চণ্ডিকা দেবীর আবির্ভাব হয় । তিনি দুরাত্মগণের বিনাশ করেন। তদবধি এই অঞ্চলে ভগবতী রাইহোরাণীর মাহাত্ম্য বৃদ্ধি হইয়াছে । গঙ্গাতীরের গৌড়, পুনর্ভবা তীরের দেবকোটে এবং করতোয় তীরের মহস্থিান—এ রাজ্যের তিনটী প্রধান নগর ছিল। বৰ্দ্ধন কুটী অন্য একটা নগর । পুওরী নামক কতকগুলি নগরের ভগ্নাবশেষ দৃষ্ট হয়। এখন অবধি আমরা পুনঃ পুনঃ গৌড়নগরের নাম পাইব ।