や8 গৌড়ের ইতিহাস। মুসন্ধায়ী পণ্ডিতবর্গ অনুমান করিয়াছেন যে, অতি প্রাচীনকালে মোগল ও কোচজাতি পরম্পরের সংস্পর্শে আসিয়াছিল। র্তাহাদিগের অনু । মতে, কোচজাতি দক্ষিণদেশ হইতে আসিয়া প্রথম অনুগঙ্গ প্রদেশে " করিয়াছিল, এবং তৎপর এই প্রদেশে আর্য্যদিগের আগমন হই, তাহারা উত্তর দিকে হিমালয়-পাশ্ববৰ্ত্তী আরণ্যপ্রদেশে আশ্রয় লয় ; তৎকালে হিমালয় পাশ্বে ই মোগল-জাতীয়গণের সহিত তাহাদিগের কতক মিশ্রণ হয়, ও তাহার চিহ্ন এখন পর্য্যন্ত তাহাদিগের অবয়ব-গঠনে পরিলক্ষিত হয় । কিদার নামক জনৈক হণ রাজার নাম পাওয়া যায়। প্রাচীন মুদায় তিনি লক্ষ্মণ উদয়াদিত্য নামে অভিহিত হইয়া আছেন। মুসলমানদিগের কিদার ও ভূণরাজ কিদার কি এক ব্যক্তি ? সেই লক্ষ্মণ উদয়াদিতোর নামানুসারে কি লক্ষ্মণাবতী নাম হইয়াছে ? দিল্লী অঞ্চলে গৌড়-ব্রাহ্মণদিগের মধ্যে জনরব আছে, তাহারা জনমেজয় কর্তৃক সর্পযজ্ঞের সময় আহত হইয়া তং প্রদেশে গিয়া বাস করিয়াছিল। এই জনরবের ঐতিহাসিক মূল বাহাই থাকুক,--গৌড় যে নিতান্ত আধুনিক নহে, তাহা ইহা হইতে প্রতীত হইতেছে। যোগবাশিষ্ঠ রামামুণে অঙ্গ, বঙ্গ, উপবঙ্গ তাম্রলিপ্ত ও গৌড়ের নাম আছে এবং গৌড়ভট্ট গণের লগুড় যুদ্ধের প্রশংসা করা হইয়াছে । যে সময়ে পদ্মপুরাণ রচিত হয়, সে সময়ে কৃপাণ নরসিংহ নামক পরাক্রান্ত রাজা রাজত্ব করিতেন । * তাহার পর তৎপুত্র, সিংহবল, গৌড়ে রাজা হন। ফেরিস্তা ও রিয়াজ-উস্ সালাতীন মতে গৌড় রাজসভায় ঝাড়খও হইতে ব্রাহ্মণের আসিয়া স্বৰ্য্য ও অন্যান্য দেবমূৰ্ত্তি পূজার প্রবর্তন iệ
- উত্তরখণ্ড-৬২ অধ্যtয় ।