পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। تهران সকলেই বহুসংখ্যক কাশ্মীরসেনাকর্তৃক আক্রান্ত হইয়া “অঞ্জনাদ্রিদৃষৎ খণ্ডের ষ্ঠায় সমরভূমিতে” শয়ন করিয়াছিল। এই বর্ণনায় গৌড়বাসিগণের বর্ণের কৃষ্ণত্ব স্থচিত হইতেছে । এই সময়ে গৌড়ে অত্যন্ত গোলযোগ উপস্থিত হয়। প্রাগজ্যোতিষপরের রাজা ভগদত্ত-বংশীয় হর্ষদেব এই সুযোগে কিয়ৎকাল গৌড় অধিকার করিয়া রাখেন । উক্ত দেশাধিপ দ্বিতীয় জয়দেবও কিয়ৎকালের জন্য গৌড় অধিকার করিয়াছিলেন। খৃষ্টীয় অষ্টম শতাব্দীতে, কৌশাম্বীর রাজা বৎসরাজ গৌড় জয় করিয়া দুইটী মহামূল্য মণিমুক্তখচিত ছত্ৰদণ্ড ও অন্তান্ত দ্রব্য লুণ্ঠন করিয়া লইয়া যান । কিন্তু রাষ্ট্রকুটরাজ ধ্রুব বা ধারবর্ষ তাহাকে পরাজিত করিয় তাহ কাড়িয়া লয়েন । লাটাধিপতি রাষ্ট্রকূট-বংশীয় কর্ক সুবর্ণবর্ষের ৭৩৪ শাকাঙ্কিত তাম্রশাসনে আছে, তিনি গৌড়েন্দ্র ও বঙ্গপতিকে যুদ্ধে পরাজিত করেন । মগধের সিংহাসন লইয়া গুপ্ত ও মৌখরী-বংশের বিবাদে উভয়বংশ হীনবল হইয়া পড়ে। সেই সুযোগে শূর-বংশ গৌড়ে স্বাধীনভাবে রাজত্বারম্ভ করেন। খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে রচিত বৃহৎসংহিতাতে আছে, মৈত্র দৈবত নক্ষত্রে কেতু দ্বারা আধুমিক বা স্পৃষ্ট হইলে, পুণ্ড,পতির এবং শ্রবণ কেতুদ্বারা ঐরূপ হইলে বঙ্গাধিপতির বিনাশ হয় । ইহা দ্বারা জানা যাইতেছে, বৃহৎ সংহিতার রচনাকালে পুণ্ড,ও বঙ্গ ফুট গণনীয় রাজ্য পৃথকৃ পৃথক্ রাজার শাসনাধীন ছিল । যোগবাশিষ্ঠ রচনাকালেও পুণ্ড, মগধ, বঙ্গ, উপবঙ্গ প্রভৃতি স্বতন্ত্র রাজ্য ছিল । পুণ্ডবৰ্দ্ধন নগরে পুঞ্জ রাজ্যের রাজধানী ছিল । করতোয়া তীরবত্তী মহাস্থান পুঞ্জবৰ্দ্ধন নহে। মালদহ জেলার পাণ্ডুয়াই প্রাচীন পুণ্ড বৰ্দ্ধন। তিনটা কারণে এইরূপ অনুমিত হয়, ১ম,–পাণ্ডুয়ার নিকটবৰ্ত্তী প্রদেশে পুও, জাতির বাস। ২য় –জৈনদের পূৰ্ব্বদেশে যে তিনটা প্রধান শাখা ছিল,