পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

પછીઝ গৌড়ের ইতিহাস । তাহার নাম পুণ্ড,বর্দ্ধনীয়, কোটিবর্ষীয়, শিলদ্বীপীয় । মহাস্থান, শিলদ্বীপ সংলগ্ন, দেবকোটের প্রাচীন নাম কোটিবর্ষ। কাজেই পুণ্ড বদ্ধন, মহাস্তান নয়। ৩য়-পূও বৰ্দ্ধন হিন্দুনগর ছিল মুসলমানেরা মসজিদ নিৰ্ম্মাণকালে মন্দিরগুলি ভাঙ্গিয়া ফেলিয়াছে। প্রসিদ্ধ আদিনা মসজিদ নিৰ্ম্মাণকালে বহু হিন্দু ও জৈনমন্দির বিধ্বস্ত হইয়াছে। আদিনা মসজিদের তলে অনেক জৈনতীর্থঙ্কর ও হিন্দু দেবমূৰ্ত্তি পাওয়া যাইতেছে । হিন্দু ও জৈন মূৰ্ত্তিদ্বারা গৰ্ত্তপূরণ করা হইয়াছিল। যদি পাণ্ডুয়া, পুণ্ড,বৰ্দ্ধন ভিন্ন অন্ত নগর হইত, তবে অবশুই মুসলমানদের কোন গ্রন্থে পাওয়া যাইত। করতোয়া মাহাষ্মো “পৌণ্ডান প্লাবয়সে” এই বচনট আছে, উহার অর্থ পুণ্ড, বা পেগু দেশ, পুণ্ড,বৰ্দ্ধন নগর নহে ।