পাতা:গৌতমীয়-তন্ত্রম্‌.djvu/৩৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাবিংশোইধ্যায়ঃ অর্থাপরং প্রবক্ষ্যামি মন্ত্ৰং সৰ্ব্বার্থসাধনম্। কৃষ্ণেতি দ্ব্যক্ষরং মন্ত্ৰং মধ্যস্থং কামবীজয়োঃ ॥ ১ ॥ সদ্যঃফলপ্রদং মন্ত্ৰং কথিতং ভক্তিতস্তব । অস্তাবধানতঃ শক্ৰঃ মুরেশত্বমবাপ্তবান ॥ ২ ॥ ঋষিব্ৰহ্মাস্য মন্ত্রস্ত গায়ন্ত্ৰীচ্ছন্দ ঈরিতম্। দেবতা জগতামাৰ্ম্মি নিভিঃ কৃষ্ণ ঈরিত ॥৩। দীর্ঘশ্বট কেন কামেন ষড়ঙ্গবিধিনী চরেৎ। এবমঙ্গবিধিং কৃত্বা মন্ত্ৰং ধ্যায়েদখাচু্যতম্ ॥ ৪ । কলায়কুসুমপ্তামং ক্রতহেমনিভাম্বরম্ । পারিজাতবনে রত্নসিংহাসনোপরি স্থিতম্ ॥ ৫ ॥ নারদ বলিলেন, অনন্তর অপর সৰ্ব্বার্থসাধন মন্ত্র কীৰ্ত্তন করিব। কামৰীজন্বয়ের মধ্যস্থিত কৃষ্ণ এই দুই অক্ষর অর্থাৎ "ক্লীং কৃষ্ণ ক্লীং” এই মন্ত্র সদ্যঃ ফল প্রদান করে । তুমি ভক্তিপরায়ণ বলিয়া তোমার নিকট উছ কীৰ্ত্তন করিলাম । ইহার আরাধনা করিয়া ইন্দ্র দেবগণের অধিপতি হইয়াছেন। ব্ৰহ্মা এই মন্ত্রের ঋষি, গায়ত্ৰী ছন্দ, জগদাদি কৃষ্ণ ইহার দেবতা ; মুনিগণ এইরূপ বলিয়াছেন। দীর্ঘষটুক কামবীজ দ্বারা ষড়ঙ্গবিধান করিতে হইবে। এইরূপে অঙ্গবিধি সম্পন্ন করিয়া মন্ত্র ও অচ্যুতের ধ্যান করিবে। কলায়কুমুমের ন্যায় শ্যামবর্ণ, বিগলিত স্বর্ণের স্তায়