পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ملك ا] বৈদিক ব্রাহ্মণগণ বঙ্গদেশে আসিয়াছেন । র্তাহারা বলেন যে আমরা কান্তকুল্প হইতে আসিয়াছি। কান্তকুজে বহুবিধ ব্রাহ্মণের বাস রহিয়াছে, ঠাদের মধ্যে কোন শ্রেণীর ব্রাহ্মণগণ এদেশে আসিয়াছিলেন, ভাঙ্গব ইঙ্গ বলিতে পারেন না। ইহারা বলেন কায়স্কৃগণ র্তাহাদের ভৃত্যরূপে এ দেশে আসিয়াছিল কিন্তু কায়স্থগণ ইহার প্রতিবাদ করিতেছেন । বোধ হয় কায়স্থগণ কোন রাজনৈতিক বিপদে পড়িয়া ক্রমশঃ তাহীদের পূৰ্ব্বপরিচয় বিস্মত কইয়াছিল। গ্রহবিপ্রগণও বোধ হয় এইরূপ কোন রাজনৈতিক বিপদে পতিত হইয়াই অবনতি প্রাপ্ত হইয়াছেন । স্বাধুনিক পাশ্চাত্য শিক্ষার কুচকে অন্য শ্রেণীর ব্রহ্মণগণ যেরূপ আচারভ্রষ্ট হইয়। পড়িয়াছেন, ইহার দারিদ্র্য নিবন্ধন বহু ব্যয় সাধ্য পাশ্চাত্য শিক্ষায় সেরূপ উন্নত হইতে না পারায়, আচারভ্রষ্ট হন নাই । ইতাদের অধিকাংশই জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেন। বঙ্গদেশে যত গভর্ণমেণ্টের জ্যোতিষোপাধি পরীক্ষোত্তীর্ণ : জ্যোতিস্তীর্থ ) আছেন, উfতাদের অধিকাংশই গ্রহবিপ্র । ঢাকা সাবশ্বত সমাজ হইতেও যত জ্যোতিষের উপাধি পাশ করে, সকলেই প্রায় গ্রহবিপ্র । এই গ্রহবিপ্ৰ সমাজে স্বলিতীৰ্থ সাংখ্যকীর্থ প্রভৃতিও অনেক আছেন। কালস্রোতে ধীৰে ধীরে গ্রহবিপ্ৰ সমাজে পাশ্চাত্য শিক্ষা প্রসারিত হইতেছে । গঙ্গার পশ্চিমতীরস্থ বালী গ্রামে গ্রহ ব্রাহ্মণ শ্রেণীতে বহু সংখ্যক প্রসিদ্ধ পণ্ডিত জন্মগ্রহণ করিয়াছিলেন। তন্মধ্যে রান্ত্ৰি-দিনোজ্জল নামক জ্যোতিষ গ্রন্থের প্রণেতা সনাতন বিদ্যাৰাগীশ, আচাত পঞ্চানন, রামহরিসিদ্ধান্ত, তিতুপঞ্চানন, চণ্ডীচরণ তর্কভূষণ প্রভৃতি বিশেষ বিখ্যাত। অধুনা ইহাদের বংশধরগণ পাশ্চাত্য শিক্ষায় মনোযোগী হইয়াছেন। তন্মধ্যে বড় লাটের দেওয়ান স্বগীয় রামচন্দ্র আচাৰ্য্য ( ১৮৮৬ খৃঃ মৃত্যু ) তাহার ভ্রাতুষ্প ত্র ঢাকা মেডিকেল স্কুলের ভূতপূৰ্ব্ব