পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রহবিপ্র ইতিহাস చిలి তীরস্থ দেশ গভস্তিমান নামে অভিহিত বলিয়। মনে হয়। নাগদ্বীপ ও মলয়পৰ্ব্বতের সমীপস্থ দ্বীপবিশেষ ! অথবা বাস্থকি প্রভৃতি নাগগণের বাসস্থান পাতালের একদেশ । স্বরাষ্ট্রও নাগগণের রাজ্য ছিল। পাশ্বে শশস্য দ্বে বর্যে উত্তে মে দক্ষিণোত্তরে । কণৌ তু নাগদ্বীপশ্চ কাশ্যপ দ্বীপ এবচ তাম্রপর্ণ শিলা রাজন শ্রমান মলয় পৰ্ব্বতঃ ॥ ( ভীষ্মপৰ্ব্ব ৬ অধ্যায় । ) এই বাহনীক দেশ বা উদাচ্য দেশ যে ইক্ষু, চক্ষ বা ইক্ষুমতী নদীর সমীপস্থ ছিল, তাঙ্গ ৭ পূৰ্ব্বে প্রতি দিত হইয়াছে । সুতরাং এই সৌম্য বা উদীচা দেশ ও অায্য দেশ ব ভাবত বর্ষ। তক্ষশিলা ট্যাকৃশিলা ) পুষ্কলাবতী পেশোয়:ব ) গান্ধাব । কানাহার প্রভৃতি সিন্ধু নদের উভয়তীরস্থ দেশ গন্ধৰ্ব্বদেশের অন্তর্গ ই ছিল গন্ধৰ্ব্বদেশের অন্তর্গত গান্ধীর-দেশ জয় কপি uশ থ পুত্র ভরত নিজ পুত্র তক্ষকে তক্ষশল ও পুষ্কল১ে পুষ্কলাবতী , গবে প্রতিষ্ঠিত করিমুrছিলেন । স্থবিস্তৃত শাকদ্বীপান্তর্গত অস্ত পূৰ্ব্বতে বরণের ব*জধানী ছিল । তৎপার্শ্বস্থ দেশ বরুণ দেশ ! অস্তং পৰ্ব্বত রাজান মেতদাছ মনীষিণ: | এতং পৰ্ব্বতরাজানং সমুদ্রঞ্চ মহোদধিং , আবদন বরুণে রাজা ভূতানি পরিরক্ষতি । क्षं ( মহাভারত বনপৰ্ব্ব ১৬৩ অধ্যায়। ) এই সমুদ্রই ক্ষীরোদসমুদ্র নামে অভিহিত ছিল । রামায়ণে এই ক্ষীরোদ সমুদ্রের তীরেই বরুণের আলয় বর্ণিত হইয়াছে। রাবণ দিগবিজয়ে বহির্গত হইয়া এই বরুণের রাজ্যে গমন করিয়াছিলেন ।