পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృ93 গ্রহবিপ্র ইতিহাস জ্যোতিঃশাস্ত্রের প্রবর্তক, মহর্ষি গর্গ তাহাদের অন্যতম । ইনি সরস্বতী নদীতীরে বাস করিতেন। বহু ঋষি জ্যোতিষ শাস্ত্র অধ্যয়ন করিবার জন্য ইহার নিকট সমাগত হইতেন । এই পৌণ্ডার্ক সম্প্রদায়ে গর্গগোত্রীয় অনেক শাকদ্বীপি ব্রাহ্মণ আছেন । যদু বংশের কুলপুরোহিত গৰ্গ যে, দৈবজ্ঞ নামে পরিচিত ছিলেন, তাত। পূৰ্ব্বে বলা হইয়াছে ! এই পৌণ্ডার্ক শাকদ্বীপীয় ব্রাহ্মণগণ সরস্বতী নদীর তীর হইতে সমাগত জন্য সারস্বত ব্রাহ্মণ নামে, জ্যোতিষ শাস্ত্রে পারদর্শী জন্য দৈবজ্ঞ ব্ৰাহ্মণ নামেও পরিচিত। ইহার গ্রহগণনা সম্বন্ধীয় গ্রন্থের অধ্যয়ন, অধ্যাপন, গ্রহযজন, গ্রই যাজন, গ্রহোদেশে দান ও গ্রহোদেশে দত্ত, ত্রব্যের প্রতিগ্রহ, বিপ্রোচিত এই ঘটুকার্য্যের জন্য সাধারণতঃ গ্রহবিপ্ৰ নামে খ্যাত । বঙ্গদেশে গ্রহবিপ্ৰগণের পূৰ্ব্বোক্ত পৌণ্ডার্ক ব্যতীত সরযুপারি গ্রহবিপ্র ও মধ্যশ্রেণী বা মধ্যদেশাগত গ্রহবিপ্র নামে আরও দুষ্টটী প্রধান শ্রেণী আছে । সরযুপারি গ্রহবিপ্রগণ সরযূ নদীর তীর হইতে আগত বলিয়া আত্ম পরিচয় দান করেন। পূৰ্ব্বে বলা হইয়াছে সরযু নদী বা ইক্ষুনদী ( অকদাস বা সরযু দরিয়া ) শাকদ্বীপে প্রবাহিত । এজন্য ইহার পুরুষ পরস্পর ক্রমে সরযু তাঁর হইতে সমাগত বলিয়া জানিয়া আসিতেছেন । শাক্যবংশীয় রাজগণ অষোধ্যায় সমাগত হইলে অযোধ্য। শাকেত নামে ও অধোধ্য প্রান্তবাহিনী নদী সরযূ নামে অভিহিত হইতে থাকে। এই অযোধ্যায় এখনও বহু শাকদ্বীপি ব্রাহ্মণ বাস করিতেছেন। মগব্যক্তি নামক গ্রন্থে সরযূ নদীর তীরস্থ বালার্ক সম্প্রদায়ের শাকদ্বীপিব্ৰাহ্মণের বর্ণনা অাছে। তাহাতে জানা যায় এই সম্প্রদায়েয় ব্রাহ্মণগণ জ্যোতিষ ও চিকিৎসা শাস্ত্রে স্বনিপুণ এবং রাজপূজ্য ছিলেন। সরযুপারিগ্রহবিপ্ৰগণের কুলপঞ্জিকা হইতে জানা যায়, গৌড় দেশপতি শশাঙ্কপীড়িত হইয়াছিলেন । চিকিৎসায় রোগমুক্ত না হওয়ায় সরযূ নদীর তীর