পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রহবিপ্র ইতিহাস ১৩৩ হইতে দ্বাদশ জন গ্রহবিপ্ৰ আনয়ন করেন। তাহারা যথাবিধি গ্রহযজ্ঞ সম্পাদন করিলে রাজা রোগমুক্ত হন এবং সমাগত এই গ্রহব্রাহ্মণদিগকে বহু ভূমিদান করিয়৷ এই দেশে বাস করান । রাজা শশাঙ্ক বা নরেন্দ্র গুপ্তের নাম ইতিহাসে প্রসিদ্ধ। ইনি গুপ্তবংশীয় রাজ ছিলেন । কর্ণস্ববর্ণে (উত্তররাঢ়স্থ রাঙ্গামাট গ্রামে ) তাহার রাজধানী ছিল। ইনি বৌদ্ধবিদ্বেষী গোড়া হিন্দু ছিলেন, তিনিই বোধগয়ার বোধিক্রমের ংসের চেষ্ট ও বৌদ্ধধৰ্ম্মাবলম্বি প্রসিদ্ধ সম্রাট হর্ষবৰ্দ্ধনের সহোদর রাজ্যবদ্ধনের প্রাণনাশ করিয়াছিলেন । হিন্দু ধৰ্ম্মে তাহার প্রগাঢ় অনুরাগ ও সদাচার ছিল । তৎপুৰ্ব্ববন্তি গুপ্তরাজ “বালাদিত্যশাকদ্বীপি ব্রাহ্মণগণকে যে ভূমিদান করিয়াছিলেন, তাহ ২য় জীৱিতগুপ্তের শিলালিপি হইতে পূর্বেই প্রদশিত হইয়াছে । ভারতীয় রাজগণ নিজ নিজ নামে দেবমূৰ্ত্তি প্রতিষ্ঠা করতেন । কেহ কেহ অনুমান করেন, এই বালাদিত্য কৰ্ত্তক প্রতিষ্ঠিত সরযু নদীর তীরস্থিত বালার্ক নামক সূর্য্যেৰ পূজক বালার্ক সম্প্রদায়ের শাকদ্বীপ ব্রাহ্মণগণকেই রাজা শশাঙ্ক স্বীয় রাজধানীতে আনয়ন করিয়া ছিলেন । হুগলি বৰ্দ্ধমান প্রভৃতি রাঢ় দেশে ও ঢাকা, মৈমনসিংহের কিয়দংশ পাবনার কিয়দংশে রাঢ়ীয় গ্রহবিপ্র নামে এক সম্প্রদায়ের শাকদ্বীপি ব্রাহ্মণ আছেন, ইহারা মধ্যদেশ কইতে সমাগত বলিয়া কুল পঞ্জিকান্থ উল্লিপিত আছে। শাকদ্বীপ, বৈদিক মধ্যদেশের অন্তর্গত, অযোধ্যাও পৌরাণিক মধ্য দেশের অন্তর্গত, সুতরাং এই গুহ সম্প্রদায়ে শাস্ত্রীয় কোন পার্থক্য নাই, দুই সম্প্রদায়ে বিবাহ সম্বন্ধও প্রচলিত আছে। পূৰ্ব্বোক্ত পৌণ্ডার্ক সম্প্রদায়ের সহিতও ইহাদের বিবাহাদ সম্বন্ধ আছে। ভিন্ন ভিন্ন সময়ে সকল দেশেই ধৰ্ম্মবিপ্লব ও রাজ্যবিপ্লব ঘটিয়াছে। ভারতবর্ষে প্রাচীন বৈদিকধৰ্ম্মের নানা বিপ্লবের পক্ষে বৌদ্ধধৰ্ম্ম প্রতিষ্ঠিত