পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রহবিপ্র ইতিহাস >Q○ ভীর হইতে দ্বাদশ ব্রাহ্মণ আনয়ন করেন। কাশ্যপ গোত্ৰীয় বিষ্ণু, কৌশিক গোত্রীয় সনাতন, বাংস্ত গোত্রীয় স্বযজ্ঞ, শাণ্ডিল্য গোত্রীয় বাসুদেব, মোগল্য গোত্রীয় স্থশৰ্ম্ম, পরাশর গোত্রীয় দেবধর, গৌতম গোত্রীয় শঙ্কর, ভরদ্বাজ গোত্রীয় প্রজাপতি, মৌঞ্চায়ন গোত্রীয় লোকেশ, জমদগ্নিগোত্রীয় চতুভূজ, গর্গগোত্রীয় চক্ৰপাণি, আলমানগোত্রীয় মাধব এই দ্বাদশ জন ব্রাহ্মণ রাজা শশাঙ্ক কর্তৃক প্রাথিত হইয়া গৌডদেশে আগমন করেন । গৌড়েশ্বরের গ্রহযজ্ঞে স্বশৰ্ম্ম তন্ত্রধর, প্রজাপতি হোতা, বিষ্ণু ব্রহ্ম, শঙ্কর সদস্য, স্বযজ্ঞ স্বর্য্যের জপে, সনাতন চন্দ্রের জপে, চতুভূজ মঙ্গলের জপে, চক্রপাণি বুধের জপে, দেবধর বৃহস্পতির জপে, লোকেশ শুক্রের জপে, বাসুদেব শনির জপে, মাধব রাহু ও কেতুব জপে নিযুক্ত হন । ব্রাহ্মণগণ যথা বিধি রাজার যজ্ঞ সমাপন করিলে রাজা রোগমুক্ত হন এবং ব্রাহ্মণগণ বহু ভূমি পাইয়ী রাজার অতুরোধে গৌতু দেশে সপরিবারে বাস করিতে থাকেন । গৌড়াধিপ শশাঙ্ক ৫৫২ শকাব্দে ( ৬৩০ খৃ: গয়ার বোধিদ্রুম ছিন্ন করিবার অনুমতি প্রদান করেন । সুতরাং ইহার কিছু পুৰ্ব্বে বা পরে এই ব্ৰাহ্মণগণ গোঁড় দেশে আনীত হইয়াছিলেন । বালী শাকদ্বীপি ব্রাহ্মণসমাজ । পৃথু নৃসিংহে। বিষ্ণুশ্চ লোকনাথো জনাৰ্দ্দন । কেশবঃ ক্লভিবাসাশ্চ নারায়ণ-নরোত্তমেী। দওপাণি মহানন্দো দশ বিপ্র প্রকীৰ্ত্তিতাঃ । মধ্যদেশং পরিত্যজ্য গৌড়দেশ-সমাগলঃ ॥ বুহজোৰী কাশ পাটশ্চ ওঝাচাৰ্যচতুষ্টয়ং। ঘটকঃ পাঠকশ্চৈব মিশ্রোপাধ্যায় এব চ।