পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রহবিপ্র ইতিহাস ᎼᏠᏄ গ্রহবিপ্রকুলে জন্মগ্রহণ করিয়াছেন, স্থতরাং কি কি তাহীদের জন্মগত অধিকার, তাহ সমাজকে জানাইতে হইবে । তাহারা যে তাহাদের অধিকার পরিচালনায় সম্পূর্ণ উপযুক্ত, তাহ সমাজকে দেখাইতে হইবে। সমাজ হিতকর ও দেশহিতকর কার্য্য করা সমাজের শ্রদ্ধা ভাজন হইতে হইবে। পাশ্চাত্যশিক্ষার কুহকে বা কালের আবর্তনে ব্রাহ্মণ্যধর্শ্বের বিরুদ্ধ কোন আচার নিয়ম সমাজে থাকিলে, তাহা ত্যাগ করিতে হইবে । ষে কার্য দ্বারা নিজের বা সমাজের কোন প্রকার সম্মানের লাঘব হয়, এমন কাৰ্য্য হইতে ও অসম্মানকারি হইতে দূরে থাকিতে হইবে । এই রূপে যে দিন সমাজের প্রতিকেন্দ্রে কেন্দ্রে নিজ নিজ অধিকার লাভের প্রবল আকাজক্ষা জাগরিত হইবে, যে দিন আত্মসম্মান জাগরিত হইয়। প্রতি নরনারীর লুপ্ত উৎসাহ উদ্যমকে উদ্বদ্ধ করিম তুলিবে, নিজ স্বরূপ বুঝিতে পারিয়া, যে দিন উন্নতি লাভের জন্য মনঃ প্রাণ উৎক্ষিপ্ত হইয়া উঠিবে, সে দিন কোনও সমাজ ইহার বিরুদ্ধাচরণ কবিতে সাহসী হইবে না । পাঠকসমীপে নিবেদন । প্রাচীন আৰ্য্যজাতি এক সময়ে জগদ ৰরেণ্য থাকিলেও অধুনা তাহ্যদের বংশধর ভারতবাসিগণ স্বদেশে এবং বিদেশে ভিন্ন দেশীয়গণের পদদলিত, ঘৃণিত, লাঞ্ছিত, আমেরিকার ৰিচারালয়ে অনার্ষ্য বলিয়। স্থিরীকৃত বলিলেও বাস্তবিক যেমন তাহারা অনার্ষ্য নহে পরস্তু জাৰ্য্য । সেইরূপ বহু প্রাচীন শাকদ্বীপি স্বাক্ষণ সমাজ সভূভ গ্রহৰিপ্রগণ বঙ্গদেশে আসিয়া রাজনৈতিক বা অন্যবিধ কারণে হীনপ্ৰভ হুইলেও